Advertisment

বিনিয়োগ জট সমস্যা হবে না, আইলিগে নামার আগে ফুটবলারদের আশ্বাস মহামেডান কর্তার

আইলিগ শুরুর আগেই বিনিয়োগকারীদের সমস্যা আছড়ে পড়েছিল মহামেডান এসসিতে। সেই জট কাটিয়ে শনিবার আইলিগে সুদেভা এফসির বিপক্ষে অভিযান শুরু করছে জোসে হেভিয়ার সাদা কালো ব্রিগেড।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত সপ্তাহেই বিনিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তি জটিলতা নিয়ে সমস্যায় পড়েছিলেন মহামেডান কর্তারা। তবে আইলিগের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই সেই সমস্যা মিটিয়ে ফেলল সাদা কালো ব্রিগেড। সুদেভা এফসি বনাম মহামেডান ম্যাচের মাধ্যমে আইলিগের উদ্বোধন ঘটছে। আর প্রথম ম্যাচ খেলতে নামার আগেই সুখবর।

Advertisment

মহামেডান শীর্ষ কর্তা ইশতিয়াক রাজু আহমেদ স্বয়ং টিম হোটেলে গিয়ে ফুটবলারদের আশ্বস্ত করেন ফুটবলারদের। জানিয়ে দেন, বিনিয়োগকারী সংস্থার সঙ্গে তাদের সম্পর্কের জটিলতা কোনওভাবেই ফুটবলারদের বেতন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াবে না। ফুটবলারদের উদ্দীপ্ত করতে তিনি আরো বলেন, মহামেডান বিগত দুই দশক ধরে কোনও ইনভেস্টর না থাকলেও ক্লাব পরিচালনায় তা বাধা হয়ে দাঁড়ায়নি। সেই সময় ছিলেন ক্লাবের অন্য কর্তা ওয়াসিম আক্রমও।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের হয়ে অভিষেকেই উজ্জ্বল ব্রাইট, নতুন বছরের প্ৰথম ম্যাচেই প্রথম জয় ফাউলারের

ফুটবলারদের শুধু কর্তারাই নয় টেকনিক্যাল ডিরেক্টর শঙ্করলাল ভট্টাচার্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলছিলেন, "ওঁরা প্রত্যেকেই পেশাদারি ফুটবলার। খেলার সঙ্গে বাইরের ঘটনা নিশ্চয় মিশিয়ে ফেলবে না ওঁরা। সেই পরিণতিবোধ ওঁদের রয়েছে। প্রত্যেকেই ম্যাচে ফোকাস করছে।"

ঘটনা যাই হোক, সুদেভা এফসির বিরুদ্ধে নামার আগে সাদা কালো বাহিনীকে ভাবাচ্ছে কোয়ারেন্টাইন পর্ব। শঙ্করলাল বলছিলেন, "বেশ কিছুদিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। অনেকেই পরের দিকে যোগ দিয়েছে দলের সঙ্গে। কোয়ারেন্টাইনে থাকার সময় অনুশীলন করা যায় না। সুদেভা যথেষ্ট ভাল দল। প্রথম ম্যাচটাই আমাদের কাছে চ্যালেঞ্জের হতে চলেছে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Football Kolkata Football
Advertisment