আইলিগের সূচি ঘোষিত, ম্যাচ ৭টায়

গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি কোয়েম্বাটুরে প্রথম ম্যাচে খেলবে দ্বিতীয় ডিভিশন থেকে প্রমোশন পেয়ে প্রথমবার আইলিগে খেলতে নামা ট্রাউ এফসির বিপক্ষে।

গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি কোয়েম্বাটুরে প্রথম ম্যাচে খেলবে দ্বিতীয় ডিভিশন থেকে প্রমোশন পেয়ে প্রথমবার আইলিগে খেলতে নামা ট্রাউ এফসির বিপক্ষে।

author-image
IE Bangla Web Desk
New Update
Salt Lake stadium

যুবভারতী স্টেডিয়াম (ফাইল চিত্র)

সামনেই আইলিগ। সেই লিগের সূচি এবার ঘোষণা করে দিল ফেডারেশন। পুরোপুরি না হলেও ফেডারেশন লিগের অধিকাংশ ম্যাচের সূচি জানিয়ে দিল। আপাতত ৫ এপ্রিল থেকে টুর্নামেন্টের সূচি জানানো হল। পরবর্তী পর্যায়ে একপ্রস্থ সূচি ঘোষিত হবে। এবার আইলিগের সময়সীমায় বদলে যাচ্ছে। আইএসএলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ম্য়াচ এবার শুরু হচ্ছে ৭টা থেকে।

Advertisment

৩০ নভেম্বর প্রথম ম্যাচেই মোহনবাগান খেলতে নামছে। প্রতিপক্ষ আইজল এফসি। একই দিনে গোকুলম কেরালা আবার খেলতে নামছে নেরোকার বিপক্ষে।

আরও পড়ুন আইএসএল-আইলিগের রোডম্যাপ জানিয়ে দিল ফেডারেশন

গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি কোয়েম্বাটুরে প্রথম ম্যাচে খেলবে দ্বিতীয় ডিভিশন থেকে প্রমোশন পেয়ে প্রথমবার আইলিগে খেলতে নামা ট্রাউ এফসির বিপক্ষে।

Advertisment

publive-image

i league fixture

আরও পড়ুন কলকাতা থেকেই এবার টাইটেল স্পনসর পেল আইলিগের নতুন ক্লাব ট্রাউ এফসি

ইস্টবেঙ্গল এবার ট্রফি জয়ের অন্যতম দাবিদার। ঘরের মাঠে প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলের মুখোমুখি রিয়েল কাশ্মীর এফসি। মরশুমের প্রথম আইলিগের ডার্বি ২২ ডিসেম্বর। প্রথম ডার্বির আয়োজক মোহনবাগান। মোহনবাগান ও ইস্টবেঙ্গল কল্য়াণী ও সল্টলেক স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলবে। ইন্ডিয়ান অ্যারোজ গোয়ার তিলক ময়দানে খেলবে।

কোন চ্যানেলে সম্প্রচারিত হবে ম্যাচ, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত মরশুমে স্টার স্পোর্টস নির্দিষ্ট কিছু ম্যাচ দেখানোয় প্রবল সমালোচিত হয়েছিল।

Read the full updates in ENGLISH

indian football team Indian Football