টানা তিন ম্যাচে হার। শেষ কোন আইপিএল মরশুমে এমন বিশ্রী পারফরম্যান্স হয়েছে মনে পড়ছে না সিএসকে ফ্যানদের। ধোনির নেতৃত্বে যে দল আইপিএলে সবথেকে ধারাবাহিক, তারাই পরপর তিন ম্যাচে হেরে লিগ টেবিলের লাস্ট বয়। শুক্রবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অধিনায়কোচিত ইনিংস খেলেও নিজের পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নন মাহি। হায়দরাবাদের ১৬৬ রানের জবাবে মাত্র ৭ রানের জন্য হেরেছে চেন্নাই। কাজে আসেনি ধোনির ৩৬ বলে ৪৭ রানের ইনিংস। ম্যাচে হেরে হতাশ ধোনি জানালেন, বিপক্ষ বোলারের ডেলিভারি ঠিকঠাক ব্যাটে-বলে করতে পারছিলেন না। বলেন, "একটু বেশি জোরে মারা চেষ্টা করছিলাম। কিন্তু পিচ খুবই মন্থর ছিল। বল জোরে মারার চেষ্টা করেও লাভ হয়নি।"
আরও পড়ুন রায়নাকে বড় ‘শাস্তি’ দিল সিএসকে, ফেরার দরজা পুরোপুরি বন্ধ বাঁ হাতির
ব্যাটিংয়ের সমস্যার জন্যও দুবাইয়ের গরমকেও দায়ী করেছেন ধোনি। তিনি বলেছেন, "বেশি সময় ক্রিজে থাকার চেষ্টা করেছিলাম। আবহাওয়া খুবই শুষ্ক। গলা শুকিয়ে গিয়ে কাশি পেয়ে যাচ্ছিল। এরকম পরিস্থিতিতে একটু ধরে খেলাই বুদ্ধিমানের কাজ।" এদিনের ম্যাচে প্রথম একাদশে তিনটি পরিবর্তন করেন ক্যাপ্টেন কুল। কিন্তু দেখা যায়, তাতে খুব একটা লাভ হয়নি। কবে শেষ এমন হতশ্রী পারফরম্যান্স দেখা গিয়েছে চেন্নাইয়ের, সে প্রশ্নের উত্তরে ধোনির সাফাই, "অনেক আগে এমন খারাপ সময় গিয়েছে। কোনও কিছু ঠিক হচ্ছে না। ক্যাচ ধরতে হবে, নো বল করা যাবে না। বড্ড বেশি নিশ্চিন্ত হওয়ার খেসারত দিতে হল। ১৬ ওভারের পর দুটো ভাল ওভার গেলেও সবমিলিয়ে আরও ভাল করা উচিত ছিল।"
এদিন চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার শেষ ওভারে আবদুল সামাদে বোলিং দিয়ে ফাটকা খেলেন। সেইসময় ধোনিদের জেতার জন্য ২৮ রান দরকার ছিল। ১৮ বছরের সামাদ এবারের আইপিএলে সারপ্রাইজ প্যাকেজ। ৭ রানে চেন্নাই হারলেও ওয়ার্নারের সিদ্ধান্ত ব্যুমেরাং হওয়ার মুখে ছিল। যদি ধোনিরা আরও একটু চালিয়ে খেলতে তাহলে ম্যাচের রং পাল্টাতে সময় লাগত না, মানছেন ওয়ার্নার।