New Zealand-bowler Ben Sears: হ্যামস্ট্রিং ইনজুরির জন্য ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের ফাস্ট বোলার বেন সিয়ার্স। এক বিবৃতিতে এমনটাই জানাল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এই ব্যাপারে বিবৃতিতে নিউজিল্যান্ড জানিয়েছে, 'বুধবার করাচিতে দলের প্রথম প্রশিক্ষণের সময় সিয়ার্স তাঁর বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান। স্ক্যানের পর জানা গেছে, তিনি অন্তত দুই সপ্তাহ খেলতে পারবেন না। তবে, দুবাইয়ে ভারতের বিরুদ্ধে গ্রুপ এ-এর শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন। সিয়ার্স যাতে তাড়াতাড়ি সেরে ওঠেন, সেকথা মাথায় রেখেই তাঁকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে।'
সিয়ার্সের বদলে দলে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে। ডাফি ইতিমধ্যেই পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে আছেন। শুক্রবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। তার মধ্যেই নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, 'আমরা সবাই বেন সিয়ার্সের অপেক্ষায় আছি। চ্যাম্পিয়ন্স ট্রফি একটা বড়মাপের প্রতিযোগিতা। একটা আইসিসি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে বেনের না থাকার খবর পাওয়া দলের কাছে অত্যন্ত খারাপ খবর।'
নিউজিল্যান্ড কোচ বলেন, 'বেন সুস্থ হওয়ার আগেই গ্রুপপর্বের সব ম্যাচ প্রায় হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিও বেশিদিন ধরে চলবে না। সেই কারণে আমরা বেনের বিরুদ্ধে একজন ফিট খেলোয়াড়কেই দলে নিলাম। বেন একজন প্রতিভাধর খেলোয়াড়। আশাকরি, ও তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবে। আর, পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজেও খেলবে। ওঁর বদলে জ্যাকব ডাফিকে দলে নেওয়া হয়েছে। ডাফি বেশ ভালো খেলোয়াড়। শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে ও দুর্দান্ত খেলেছে। আন্তর্জাতিক পর্যায়ে ও ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছে। ওডিআই ট্রাই সিরিজে ডাফি স্কোয়াডেরও অংশ ছিল। নিজেকে স্কোয়াডে পুরোপুরি মানিয়ে নিয়েছে। তবে, ডাফি এই প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টে খেলবে। সেই কারণে সামনের সপ্তাহগুলো ওঁর জীবনে নতুন দিনের সূচনা করবে।'
আগামী বুধবারই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। তারা খেলবে পাকিস্তানের সঙ্গে। তার আগে শুক্রবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছে। এদিনের ম্যাচে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। আজকের ম্যাচেও ডাফিকে প্রথম একাদশে রেখেছে নিউজিল্যান্ড।
আরও পড়ুন- চোট, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আশা শোভনা
দুই দলের একাদশ
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রৌরকে।
পাকিস্তান একাদশ: ফখর জামান, বাবর আজম, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক/অধিনায়ক), সালমান আগা, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।