ICC announce men's ODI team: ২০২৪ সালের একদিনের দল ঘোষণা করল আইসিসি। সেই দলে জায়গা পেলেন না একজনও ভারতীয় ক্রিকেটার। তবে, শুধু ভারতীয়রাই নন। আইসিসির একদিনের দলে জায়গা পাননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। শুনে যে কেউ চমকে গেলেও এটাই সত্যি। যে বছরের দল আইসিসি ঘোষণা করেছে, তার ঠিক একবছর আগের বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সেখানে অস্ট্রেলিয়া জিতেছে। ভারত হয়েছিল রানার্স। তারপরও প্রকাশিত দলে দেখা যাচ্ছে, স্থান পেয়েছেন শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা।
যেসব দলের খেলোয়াড়দের আইসিসি একদিনের দলে রেখেছে, তার মধ্যে পাকিস্তান শেষবার আইসিসির মেগা ইভেন্ট জিতেছিল ২০১৭ সালে। সেটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে পাকিস্তান ভারতকে হারিয়েছিল। শ্রীলঙ্কা শেষবার আইসিসি ইভেন্ট জিতেছিল ২০১৪ সালে। সেটা ছিল টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ভারত ফাইনালে উঠেছিল। ফাইনালে শ্রীলঙ্কার কাছে টিম ইন্ডিয়া পরাজিত হয়েছিল।
আরও পড়ুন- আউট নিয়ে বিতর্ক! মাঠেই আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কি টিম ইন্ডিয়ার তারকাদের
ওয়েস্ট ইন্ডিজের শেষ আইসিসি ট্রফি ছিল ২০১৬ টি২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ সেবার কলকাতার ইডেন গার্ডেনে একটি আইকনিক ফাইনাল জিতেছিল। কার্লোস ব্র্যাথওয়েট শেষ ওভারে বেন স্টোকসের বলে পরপর ৪টি ছক্কা মেরে ক্যারিবিয়ানদের সম্মান বাড়িয়েছিলেন। দলে জায়গা পেয়েছেন আফগানিস্তানের খেলোয়াড়রাও। আফগানিস্তান নিয়মিত ক্রিকেটে খুব একটা বেশিদিন আসেনি। কিন্তু, ক্রিকেট দুনিয়ায় তাদের দ্রুত অগ্রগতির জন্য আফগানিস্তানের ক্রিকেটারদের একদিনের দলে রেখেছে আইসিসি।
২০২৪ সালের আইসিসি (ICC) একদিনের দল:
সাইম আইয়ুব (পাকিস্তান)
রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
পথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা)
কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)
চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা) (অধিনায়ক)
শেরফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান)
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)
হ্যারিস রউফ (পাকিস্তান)
আল্লাহ মহম্মদ গজানফর (আফগানিস্তান)
তবে আইসিসি যাই করেছে, পরিসংখ্যানের ভিত্তিতেই করেছে। ভারত ২০২৪ সালে একটিও একদিনের ম্যাচ জিততে পারেনি। আর, অস্ট্রেলিয়া, টেস্ট এবং একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও একদিনের ফরম্যাটে পাকিস্তানের কাছে হোম সিরিজে হেরেছে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, এবং নিউজিল্যান্ডও ২০২৪ সালে ওয়ানডেতে তেমন কিছু করতে পারেনি। সেই কারণে ওই সব দলের খেলোয়াড়রাও আইসিসি একাদশে জায়গা পাননি। সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। তাদের ৪ জন ক্রিকেটার আইসিসি একাদশে স্থান পেয়েছেন।