Argue with umpires over controversial dismissal: অস্ট্রেলিয়ার কাছে সাম্প্রতিক বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে ভারতীয় ব্যাটারদের ন্যক্কারজনক পারফরম্যান্স তাঁদের ব্যাটিংয়ের ত্রুটি-বিচ্যুতি ফাঁস করে দিয়েছিল। এবার ঘরোয়া ক্রিকেট খেলতে নেমে ভারতীয় ব্যাটারদের যে ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ছে, তাতে বিশেষজ্ঞদের কথা কতটা সত্যি, তা যেন অক্ষরে অক্ষরে বোঝা যাচ্ছে।
আর, এতেই মেজাজ হারালেন ভারতীয় দলের দুই ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও অজিঙ্কা রাহানে। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপ এ ম্যাচে তাঁদের দ্বিতীয় ইনিংসের সময় মুম্বইয়ের আইয়ার ও রাহানে আম্পায়ারদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ১৬ বল খেলে ১৭ রানে ইনিংসের ২২তম ওভারে আকিব নবির বলে আইয়ার ক্যাচ আউট হন। মুম্বইয়ের তারকাখচিত ব্যাটিং লাইনআপ এই ম্যাচে দ্বিতীয়বার ধাক্কা খেয়েছে।
এর মাত্র দুই ওভার আগে আইয়ার একবার বেঁচে যান। আম্পায়ার এস রবি তাঁর ব্যাটের বাইরের প্রান্তে লেগে একটি শব্দ হওয়ায় আইয়ারকে নট আউট দেন। এর পরে আম্পায়ার নভদীপ সিং আইয়ারকে আউট দেন। সেই সময় রাহানে ও আইয়ার ২৯ রানের জুটি গড়েছিলেন। জম্মু-কাশ্মীরের উইকেটরক্ষক কানহাইয়া ওয়াধাওয়ান ডানদিকে ঝাঁপিয়ে ক্যাচ নেন। সেই সময় আইয়ার ও রাহানেকে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায়। শেষ পর্যন্ত অবশ্য আইয়ার মাঠের বাইরে বেরিয়ে আসেন।
আইয়ার এর আগের ইনিংসে ৭ বলে ১১ রান করেন। যুধবীর সিংয়ের বলে মিড-অনে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন। তাঁর সংক্ষিপ্ত ইনিংসে ১টি চার এবং ১টি ছক্কা মেরেছিলেন আইয়ার। দ্বিতীয় ইনিংসে তিনি ১৬ বলে ৪টি চার মেরেছেন।
মুম্বইয়ের আন্তর্জাতিক ব্যাটিং তারকাদের ত্রুটি-বিচ্যুতি রঞ্জি ট্রফি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দীর্ঘদিন এই তারকারা ঘরোয়া ক্রিকেট খেলেননি। এর মধ্যে রোহিত শর্মা একদশক আগে রঞ্জি ট্রফিতে খেলেছেন। ২০২৪-২৫ থেকে রোহিত ফর্মে নেই। অস্ট্রেলিয়া সফরে ৫ ইনিংসে তাঁর রানের গড় ছিল ৬.২০। রঞ্জিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে রোহিত ১৯ বলে ৩ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে তিনি তিনটি ব্যাক-টু-ব্যাক ছক্কা মেরেছেন। ৩৫ বলে ২৮ রান করে আউট হন।
আরও পড়ুন- সিরিজ জিততে বড় স্ট্র্যাটেজি ভারতের,নামানো হচ্ছে টিম ইন্ডিয়ার চমকের একাদশ
মুম্বইয়ের হয়ে রোহিতের ওপেনিং পার্টনার তথা টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ৮ বলে ৪ রান এবং দ্বিতীয় ইনিংসে ৫১ বলে ২৬ রান করে আউট হন। এই ধারাবাহিক ব্যর্থতার ফলে প্রথম ইনিংসের ১৮তম ওভারে মুম্বই ৭ উইকেটে করেছে ৫৭ রান। তার মধ্যেই ভালো খেলার চেষ্টা করেছেন শার্দুল ঠাকুর ও তনুশ কোটিয়ান।