Advertisment

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেই কোটি কোটি টাকা! বিরাট ঘোষণায় ঝড় তুলল আইসিসি

আইপিএল শেষের পরে আমিরশাহিতে রমরমিয়ে শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের পুরস্কারমূল্য ঘোষণা করে দিল আইসিসি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএল শেষের পথে। তারপরেই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। আর মেগা টুর্নামেন্টের পুরস্কার মূল্য এবার ঘোষণা করে দিল আইসিসি। আইসিসির তরফে রবিবার বড়সড় ঘোষণায় জানিয়ে দেওয়া হল টি২০ বিশ্বজয়ী দল পুরস্কার মূল্য হিসাবে পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় অর্থে যাঁর মূল্য ১২ কোটি টাকা। রানার্স দল পাবে .৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৬ কোটি টাকা। আইসিসির এপেক্স বোর্ড রবিবারের এই ঘোষণায় বেশ চমক দিল।

Advertisment

আইসিসির তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, "টি২০ বিশ্বকাপ জয়ী এবং রানার্স দল পাবে যথাক্রমে ১.২ মিলিয়ন এবং .৬ মিলিয়ন মার্কিন ডলার।" সেই সঙ্গে জানানো হয়েছে, সুপার১২ থেকে ছিটকে যাওয়া প্রত্যেক দলকে দেওয়া হবে ভারতীয় মুদ্রায় ৫২.৫০ লক্ষ টাকা।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ১৫০ কিমির গতির বোলার! কয়েকমাসেই বদলে গেল জীবন

প্রাইজ মানি ছাড়াও আইসিসির তরফে জানিয়ে দেওয়া হল, এই প্রথমবার টি২০ বিশ্বকাপে ডিআরএস নিয়ম প্রযুক্ত হবে। এর আগে ৫০ ওভারের ফরম্যাটে ২০১১ থেকেই ডিআরএস নিয়ম চালু রয়েছে। তবে টি২০ বিশ্বকাপে রিভিউ প্রথা চালু ছিল না। সেইসঙ্গে আইসিসি জানিয়ে দিল, ম্যাচের মাঝামাঝি ১৫০ সেকেন্ডের ড্রিংক্স ব্রেক চালু হবে।

ভারত এবার বিশ্বকাপ আয়োজন করছে আমিরশাহি এবং ওমানের মাটিতে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৭ অক্টোবর ওমান মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির। দুটো সেমিফাইনাল ম্যাচ খেলা হবে নভেম্বরের ১০ এবং ১১। ফাইনাল নভেম্বরের ১৪ তারিখে।

আরও পড়ুন: মারকাটারি অভিষেক! KKR ম্যাচেই ১৫০ কিমি গতিতে কাঁপালেন IPL, চিনুন কাশ্মীরি তরুণকে

২০২১-এ আমিরশাহি এবং ওমানে টি২০ বিশ্বকাপের আসরের পরে আগামী বছরেই ফের টি২০ বিশ্বকাপ। অষ্টম সংস্করণের টি২০ বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। শেষবার টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬-য় ড্যারেন স্যামির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ওয়াংখেড়েতে শেষ বলের থ্রিলারে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বিশ্বকাপে অংশগ্রহণকারী সমস্ত দলই নিজেদের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে। সেই স্কোয়াডে পরিবর্তন ঘটানোর ডেডলাইন এদিন রবিবার, ১০ অক্টোবর। পাকিস্তান ঘোষিত স্কোয়াডে চারটে পরিবর্তন ঘটিয়েছে। এমনকি আয়ারল্যান্ডও স্কোয়াড পাল্টেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ICC Cricket World Cup ICC Cricket World Cup
Advertisment