২০১৮ সালটা ছিল বিরাট কোহলির। বাইশ গজে একছত্র আধিপত্য দেখিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ব্যাটে ভেঙেছে একাধিক রেকর্ড। লেখা হয়েছে নতুন ইতিহাস। আর তারই প্রতিফলন দেখা গেল আইসিসি-র বার্ষিক পুরস্কার প্রাপকদের তালিকায়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিচারে প্রায় প্রতিটি পুরস্কারই ছিনিয়ে নিয়েছেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।
ICC Men's Cricketer of the Year ✅
ICC Men's Test Cricketer of the Year ✅
ICC Men's ODI Cricketer of the Year ✅
Captain of ICC Test Team of the Year ✅
Captain of ICC Men's ODI Team of the Year ✅Let's hear from the man himself, @imvKohli! #ICCAwards ???? pic.twitter.com/3M2pxyC44n
— ICC (@ICC) January 22, 2019
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারের (স্যার গারফিল্ড সোর্বাসের নামাঙ্কিত এই পুুরস্কার) পাশাপাশি সেরা ওয়ান-ডে ও টেস্ট ক্রিকেটারের ত্রিমুকুট উঠেছে তাঁর মাথায়। এখানেই শেষ নয়. কিং কোহলি আইসিসি-র বর্ষসেরা ওয়ান-ডে ও টেস্ট টিমের অধিনায়ক হিসাবেও নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: আইসিসি টেস্ট র্যাঙ্কিং: শীর্ষেই কোহলি ও তাঁর টিম
37 matches, 47 innings.
2,735 runs at an average of 68.37.
11 centuries, 9 fifties.What a year for @imvKohli! He wins the Sir Garfield Sobers Trophy for ICC Men's Cricketer of the Year 2018! ????
➡️ https://t.co/ROBg6RI4aQ#ICCAwards ???? pic.twitter.com/oeSClhcfJQ
— ICC (@ICC) January 22, 2019
???????? @imvKohli has been named ICC Men's Test Cricketer of the Year for the first time!
He was the top run-scorer in Tests with 1,322 runs at an average of 55.08, with centuries in each of South Africa, England, India and Australia.
➡️ https://t.co/ROBg6RI4aQ#ICCAwards ???? pic.twitter.com/GVBBYndUwg
— ICC (@ICC) January 22, 2019
For the second year running, @imVkohli is the ICC Men's ODI Cricketer of the Year! ????
He scored 1,202 ODI runs in 2018 at a stunning average of 133.55. He also became the fastest to reach the milestone of 10,000 runs in the format.
➡️ https://t.co/ROBg6RI4aQ#ICCAwards ???? pic.twitter.com/m2CPb0vIGF
— ICC (@ICC) January 22, 2019
গত বছরের সালতামামি করলে দেখা যাবে বিরাট মোট ৪৭টি ইনিংস খেলেছেন সব ফর্ম্যাট মিলিয়ে। ৬৮.৩৭-এর গড়ে করেছেন মোট ২৭৩৫ রান। এর মধ্যে ১১টি সেঞ্চুরি ও ন’টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরে তিনিই ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। কোহলি ১৩টি টেস্টে ৫৫.০৮-এর গড়ে পাঁচটি সেঞ্চুরির সৌজন্য়ে ১৩২২ রান করেছিলেন। ১৪টি ওয়ান-ডে ম্যাচে তাঁর ব্যাট থেকে ১৩৩.৫৫-এর গড়ে করেছেন ১২০২ রান। রয়েছে হাফ ডজন সেঞ্চুরি। মাত্র ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ২১১ রান করেছেন তিনি।
আইসিসি-র হয়ে একটি ভিডিও সাক্ষাৎকারে কোহলি বলেছেন, “এক ক্যালেন্ডার বর্ষে আমার করা কঠোর পরিশ্রমের পুরস্কার পেলাম। অসাধারণ অনুভূতি। শুধু নিজের পারফরম্যান্সই নয়, আমি এই দলের ওপর কৃতজ্ঞ। তারাও একই সঙ্গে ভাল করেছে। আইসিসি-র এই বিশ্বব্যপী স্বীকৃতি ক্রিকেটার হিসেবে গর্ব করার মতো। এখানে আরও অনেকেই খেলছেন। ক্রিকেটের মানোয়ন্ন করে ধারাবাহিক পারফর্ম করার জন্য এই পুরস্কার বাড়তি অনুপ্রেরণা জোগায়।”