Nasir Hossain: আইসিসির (ICC) দুর্নীতি দমনবিধি লঙ্ঘনের অভিযোগ শেষ পর্যন্ত স্বীকার করে নিলেন বাংলাদেশের বিখ্যাত অলরাউন্ডার। আর, তারপরই তাঁর ওপর নেমে আসল শাস্তির খাঁড়া। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওই বাংলাদেশি অলরাউন্ডারকে অভিযুক্ত করেছিল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
আন্তর্জাতিক স্তরের অন্যতম পরিচিত এই অলরাউন্ডার হলেন নাসির হুসেন। তাঁর আন্তর্জাতিকস্তরে ২টি সেঞ্চুরি এবং ১৪টি হাফ সেঞ্চুরি আছে। মোট রান ২,৬৯৫। নিয়েছেন ৩৯টি উইকেট। তাঁর দুটি সেঞ্চুরির মধ্যে একটি এসেছে টেস্ট ম্যাচে। অন্যটি আন্তর্জাতিক একদিবসীয় ম্যাচে। নাসির হুসেন সর্বশেষ ২০১৮ সালের ২৫ জানুয়ারি (মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ম্যাচ), বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
ঘরোয়া সার্কিটে তাঁর পারফরম্যান্স অসাধারণ। সম্প্রতি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নিয়েছেন নাসির। এখনও পর্যন্ত তিনি ১০৫টি প্রথম শ্রেণি, ২১৯টি এ তালিকাভুক্ত এবং ১৪৩টি টি২০ ম্যাচ খেলেছেন। প্রথমশ্রেণির ক্রিকেটে তাঁর রানের পরিমাণ ৬০২৩। এ তালিকাভুক্ত ক্রিকেটে তাঁর রানের পরিমাণ ৬০৯৮। টি২০ ম্যাচে নাসির হুসেনের মোট রানের পরিমাণ ২২৯৭। রান তোলার পাশাপাশি, তিনি কমবেশি বল করার সুযোগ পেয়ে বেশ কিছু উইকেটও সংগ্রহ করেছেন।
আইসিসি জানিয়েছে, নাসির হুসেন তাদের শৃঙ্খলারক্ষা কমিটির তোলা তিনটি বিধিভঙ্গের অভিযোগ মেনে নিয়েছেন। সেগুলো হল:-
আচরণবিধি অনুচ্ছেদ ২.৪.৩ লঙ্ঘন: এই বিধি অনুযায়ী, নাসির হুসেন যে উপহারটি পেয়েছেন, তা আইসিসি মনোনীত দুর্নীতিবিরোধী আধিকারিকের কাছে প্রকাশ করেননি। জানাননি যে তিনি আসলে, ৭৫০ মার্কিন ডলার মূল্যের একটি নতুন iPhone-১২ উপহার পেয়েছেন।
আচরণবিধির অনুচ্ছেদ ২.৪.৪ লঙ্ঘন: নাসির হুসেন আইসিসির দুর্নীতি দমন আধিকারিকের কাছে এমন একজনের সম্পূর্ণ বিবরণ গোপন করে গিয়েছেন, যিনি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। যিনি তাঁকে একটি নতুন আইফোন ১২ উপহার দিয়েছিলেন। আর, দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রস্তাব দিয়েছিলেন।
আচরণবিধি ধারা ২.৪.৬ লঙ্ঘন: নাসির হুসেন আইসিসির দুর্নীতিদমন আধিকারিককে সহযোগিতা করেননি। তেমন কোনও জোরালো কারণ না-দেখিয়েই আইসিসির দুর্নীতিদমন শাখার আধিকারিকের মুখোমুখি হতে চাননি। আইসিসি এক বিবৃতিতে বলেছে যে, ২৫ বছর বয়সি এই অলরাউন্ডার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো স্বীকার করে নিষেধাজ্ঞা মেনে নিতে রাজি হয়েছেন।
তাঁকে সমস্ত ধরনের ক্রিকেট ফরম্যাট থেকে নিষিদ্ধ করেছে আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটি। মোট ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে নাসিরকে। এই দুই বছরের শাস্তির মেয়াদের মধ্যে ৬ মাসের নিষেধাজ্ঞাও আছে। যেটা নাসির বর্তমানে ভোগ করছেন। মূল সাজা ঘোষণার আগেই তাঁকে সমস্ত ধরনের আইসিসি ফরম্যাট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
আরও পড়ুন- সিরিজ জিতেও দুই তারকা বাদ তৃতীয় ম্যাচে! Jio না Hotstar কোথায় দেখবেন শেষ টি২০
আইসিসি জানিয়েছে, নাসির হোসেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ২০২৫ সালের ৭ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। ওই তারিখের পর তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন। নাসির হুসেন আইপিএলে পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন। তিনি সেই আট জনের অন্যতম, যাঁদের ২০২০-২১ আবুধাবি টি১০-এ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। নাসির হুসেন ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত, বাংলাদেশের হয়ে মোট ১৯টি টেস্ট, ৬৫টি একদিনের ম্যাচ এবং ৩১টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ (মোট ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ) খেলেছেন।