/indian-express-bangla/media/media_files/2024/12/12/3ddx0IeV87ZlRSaahfMo.jpg)
Jay Shah-Olympic: অলিম্পিক কমিটির কর্তাদের সঙ্গে জয় শাহ। (ছবি: জয় শাহ স্ক্রিনগ্র্যাব)
ICC chairman Jay Shah meets with Brisbane 2032 Olympics committee: আইসিসি সভাপতি জয় শাহ ব্রিসবেন অলিম্পিকের সিইওর সঙ্গে দেখা করলেন। অলিম্পিকে ক্রিকেটকে ফেরানো নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। বিশ্ব ক্রিকেটের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটিয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরতে চলেছে। সেই অলিম্পিকে ক্রিকেট নিয়েই শাহর সঙ্গে ব্রিসবেন অলিম্পিক সিইওর কথা হয়েছে। শেষ পর্যন্ত ক্রিকেট অলিম্পিকে ফিরলে ১২৮ বছর পর তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট খেলা হয়েছে। ফাইনালে গ্রেট ব্রিটেন ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল।
জয় শাহ বর্তমানে আইসিসির কর্তা। তিনি অলিম্পিক কমিটির কর্তার সঙ্গে বৈঠকের আগে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে লিখেছেন, 'অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির মত খুবই উত্তেজনাপূর্ণ সময় ঘনিয়ে আসছে। আজ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আয়োজক কমিটির সঙ্গে একটি বৈঠক করলাম।' ব্রিসবেনে ২০৩২ সালের অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস আয়োজিত হবে। সেই ব্যাপারেই এখন থেকে কথা বলার জন্য গেমস কমিটির সিইও সিন্ডি হুকের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেছেন শাহ।
শাহর পোস্ট নিয়ে যথারীতি ক্রিকেট দুনিয়ায় বিশেষ উৎসাহের সঞ্চার হয়েছে। গত বছরের অক্টোবরে মুম্বইয়ে অনুষ্ঠিত ১৪১তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনে ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অলিম্পিকে ক্রিকেট হবে টি২০ ফরম্যাটে। দ্রুতগতির এবং জনপ্রিয় এই ফরম্যাট বিশ্বব্যাপী দর্শকদের আকর্ষণ করবে বলেই ক্রিকেট দুনিয়ার আশা।
Very exciting time ahead for Cricket’s involvement in the Olympics movement - a meeting with the @Brisbane_2032 organizing committee in Brisbane, Australia today.@ICC | @Olympics | @CricketAus | @BCCI | #brisbane2032pic.twitter.com/JVyMbkCYrz
— Jay Shah (@JayShah) December 12, 2024
এর আগে গত বছর হ্যাংজুতে এশিয়ান গেমসে ক্রিকেট ফিরেছে। ২০১৪ সালের পর এশিয়ান গেমসে ক্রিকেট ফিরল। পুরুষ ও মহিলা উভয় দলই টি২০ ফরম্যাটে এশিয়ান গেমসে ক্রিকেট খেলেছে। ভারত উভয় বিভাগেই স্বর্ণপদক পেয়েছে। পুরুষদের টুর্নামেন্টে আফগানিস্তান ও বাংলাদেশ যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ পেয়েছে। মহিলাদের টুর্নামেন্টে শ্রীলঙ্কা ও বাংলাদেশ যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জিতেছে।
আরও পড়ুন- নির্বাচকরা বাদ দিক কোহলি-রোহিতকে! দুই ভারতীয় কিংবদন্তির পিছনে পড়ে গেলেন সৌরভ 'শত্রু' চ্যাপেল
তবে, এশিয়ান গেমসের চেয়েও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরলে সেটা হবে ক্রিকেটের জন্য একটা মাইলফলক। যা ক্রিকেটকে বিশ্বব্যাপী একটা মঞ্চ দেবে। আন্তর্জাতিকস্তরে ক্রিকেটের বৃদ্ধির জন্য অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন উদ্যম এবং সুযোগ নিয়ে আসবে বলেই বিশেষজ্ঞদের ধারণা।