New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/22/TXjC7ibPytY8k8yaFPQa.jpg)
Pakistan-India: পাকিস্তান ও ভারতীয় দল। (ছবি- ফেসবুক)
Pakistan-India: পাকিস্তান ও ভারতীয় দল। (ছবি- ফেসবুক)
India Vs Pakistan Playing 11 in Champions Trophy 2025: গতবারের খেতাবজয়ী পাকিস্তান চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৫ম ম্যাচে ভারতের মুখোমুখি হবে। ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (রবিবার), দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে।
পাকিস্তানের গ্রুপ পর্ব পেরোনোর সম্ভাবনাই এখন সংকটের মুখে। কারণ, তারা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে। অন্যদিকে, ভারত বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত শুরু করেছে। পাকিস্তানের বিপক্ষে জয় ভারতের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করতে পারে।
ভারত সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানকে হারাচ্ছে, তবে সামগ্রিক হেড-টু-হেড পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে।
(🇮🇳) ভারত:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।
(🇵🇰) পাকিস্তান:
ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক এবং উইকেটকিপার), উসমান খান, সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।
✅ ভারতের:
শুভমান গিল, রোহিত শর্মা, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, মোহাম্মদ শামি।
✅ পাকিস্তানের:
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, নাসিম শাহ।
আরও পড়ুন- টপুরিয়াকে বিদ্রুপ ইসলাম মাখাচেভের ম্যানেজারের! লড়তে ভয় পাচ্ছেন লাইটওয়েট চ্যাম্পিয়ন?
দল | প্রথম ইনিংস | দ্বিতীয় ইনিংস |
---|---|---|
ভারত | ২৮০-২৯০ | ২৪০-২৫০ |
পাকিস্তান | ২২০-২৩০ | ১৮০-১৯০ |
ভারত বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করে, পাকিস্তানকে হারানোর সম্ভাবনা বেশি।