/indian-express-bangla/media/media_files/2025/02/17/i4mDkCjJlUwQsRmzeANk.jpg)
ICC Champions Trophy: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। (ছবি- আইসিসি)
BCCI & ICC Champions Trophy 2025: প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে দুবাইয়ে অনুশীলনে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। সেই ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি, বুধবার থেকে শুরু হবে। রবিবারই টুর্নামেন্টের উদ্বোধন হয়ে গিয়েছে পাকিস্তানের লাহোরে।
আরও পড়ুন- নিঃশব্দেই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন, বাদ পড়ল অধিনায়কদের ফটোশুট
কিন্তু, ভারতীয় দল পাকিস্তানে নিরাপত্তার খাতিরে যাবে না। সেই কারণে, ভারতের ম্যাচগুলো ফেলা হয়েছে দুবাইয়ে। প্রথম ম্যাচে পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। দুটো গ্রুপে ভাগ করে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। পাকিস্তানের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ভারত এবং বাংলাদেশ। অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
একনজরে দেখে নিন, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি
ম্যাচের সংখ্যা | দিন | স্থান | প্রতিদ্বন্দ্বী দল | সময় |
১ | ১৯ ফেব্রুয়ারি | ন্যাশনাল স্টেডিয়াম, করাচি | পাকিস্তান-নিউজিল্যান্ড | দুপুর ২.৩০ |
২ | ২০ ফেব্রুয়ারি | দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম | ভারত-বাংলাদেশ | দুপুর ২.৩০ |
৩ | ২১ ফেব্রুয়ারি | ন্যাশনাল স্টেডিয়াম, করাচি | আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা | দুপুর ২.৩০ |
৪ | ২২ ফেব্রুয়ারি | গদ্দাফি স্টেডিয়াম, লাহোর | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | দুপুর ২.৩০ |
৫ | ২৩ ফেব্রুয়ারি | দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম | ভারত-পাকিস্তান | দুপুর ২.৩০ |
৬ | ২৪ ফেব্রুয়ারি | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম | বাংলাদেশ-নিউজিল্যান্ড | দুপুর ২.৩০ |
৭ | ২৫ ফেব্রুয়ারি | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম | অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা | দুপুর ২.৩০ |
৮ | ২৬ ফেব্রুয়ারি | গদ্দাফি স্টেডিয়াম, লাহোর | আফগানিস্তান-ইংল্যান্ড | দুপুর ২.৩০ |
৯ | ২৭ ফেব্রুয়ারি | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম | বাংলাদেশ-পাকিস্তান | দুপুর ২.৩০ |
১০ | ২৮ ফেব্রুয়ারি | গদ্দাফি স্টেডিয়াম, লাহোর | আফগানিস্তান-অস্ট্রেলিয়া | দুপুর ২.৩০ |
১১ | ১ মার্চ | ন্যাশনাল স্টেডিয়াম, করাচি | দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড | দুপুর ২.৩০ |
১২ | ২ মার্চ | দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম | ভারত-নিউজিল্যান্ড | দুপুর ২.৩০ |
১ম সেমিফাইনাল | ৪ মার্চ | দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম | এ-১ বনাম বি-২ | দুপুর ২.৩০ |
২য় সেমিফাইনাল | ৫ মার্চ | গদ্দাফি স্টেডিয়াম, লাহোর | বি-১ বনাম এ-২ | দুপুর ২.৩০ |
ফাইনাল | ৯ মার্চ | এখনও ঠিক হয়নি | সেমিফাইনাল ১ বনাম সেমিফাইনাল ২ | দুপুর ২.৩০ |
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে ২৩ ফেব্রুয়ারি। গ্রুপের শেষ ম্যাচে ২ ফেব্রুয়ারি ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এই টুর্নামেন্টের আগে ভারত ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। সেই সিরিজে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে জিতেছে। তারপরে এই টুর্নামেন্ট।
Raw mode 🔛
— BCCI (@BCCI) February 17, 2025
Presenting 𝙎𝙤𝙪𝙣𝙙𝙨 𝙤𝙛 𝙏𝙧𝙖𝙞𝙣𝙞𝙣𝙜 🔊 from #TeamIndia's first practice session of #ChampionsTrophy 2025 in Dubai 😎
WATCH 🎥🔽
বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে তাই দেখা গিয়েছে বেশ খোশমেজাজে অনুশীলন সারছেন ভারতীয় ক্রিকেটাররা। হেড কোচ গৌতম গম্ভীর, তারকা ক্রিকেটার বিরাট কোহলি, ব্যাটিং কোচ সীতাংশ কোটাক- ভিডিওতে দেখা গিয়েছে সকলেই অনুশীলনে বেশ খোশমেজাজে।