Champions Trophy, IND vs BAN, Shubman: চ্যাম্পিয়ন্স ট্রফি: ম্যাচ শেষে 'রোহিত', 'বিরাট'-এর সঙ্গে গোপন শলা ফাঁস শুভমানের

ICC Champions Trophy 2025, IND vs BAN, Shubman Gil: বৃহস্পতিবার দুবাইয়ে শুভমান গিল তাঁর কেরিয়ারের ৮ম ওয়ানডে সেঞ্চুরি এবং ১ম চ্যাম্পিয়ন্স ট্রফি সেঞ্চুরি করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill: শুভমান গিল

Shubman Gill: শুভমান গিল। (ছবি- ফেসবুক)

ICC Champions Trophy 2025, IND vs BAN, Shubman Gil: কেরিয়ারের ৮ম ওয়ানডে সেঞ্চুরি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম সেঞ্চুরি করলেন শুভমান গিল। বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ১২৫ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ম্যাচে ৬ উইকেটে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শুভমান। ইংল্যান্ড সিরিজে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করার পর গিল তাঁর সেই দুর্দান্ত ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যে ধরে রেখেছেন, এটা এদিন স্পষ্ট হয়ে গেল।

Advertisment

ম্যাচের পরিস্থিতি:
এদিনের ম্যাচে গিলের ইনিংসটি খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল ও শ্রেয়স আইয়ার দ্রুত আউট হয়ে গিয়েছিলেন। ফলে, ভারত চাপে পড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে গিল তাঁর সেঞ্চুরির মাধ্যমে দলকে স্থিতিশীল হতে সাহায্য করেন।

আইসিসি র‍্যাঙ্কিং:
গিল সম্প্রতি পাকিস্তানের বাবর আজমকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন। গিলের বর্তমান রেটিং ৭৯৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বাবর আজমের পয়েন্ট ৭৭৩। রোহিত শর্মা ৭৬১ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন।

মহম্মদ শামির দুর্দান্ত বোলিং: 
এর আগে বৃহস্পতিবার মহম্মদ শামি তাঁর ২০০তম ওয়ানডে উইকেট নেন। এই ম্যাচে তিনি ৫ উইকেট পেয়েছেন। বাংলাদেশ তাদের ইনিংসের শুরুতে ৩৫ রানে ৫ উইকেট হারিয়েছিল। তবে তৌহিদ হৃদয়ের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এবং জাকির আলির সঙ্গে তৌহিদের ১৫৪ রানের পার্টনারশিপ বাংলাদেশকে ২২৮ রান তুলতে সাহায্য করে।

Advertisment

ম্যাচের পরবর্তী প্রতিক্রিয়া:
 শুভমান গিল (প্লেয়ার অফ দ্য ম্যাচ): 'এটা আমার সবচেয়ে সুন্দর ইনিংসগুলোর একটি। আমি এবং রোহিত ভাই ব্যাট করতে নেমে কোন বলগুলো মারব না, সেটা ঠিক করছিলাম। সেই জন্য পেসারদের বিরুদ্ধে ফুটস্টেপ ব্যবহার করা শুরু করেছিলাম। বিরাট ভাইয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম ব্যাকফুটে বেশি শট খেলব।'

আরও পড়ুন- ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১১,০০০ রানের তালিকায় দ্বিতীয়, বিরাট সাফল্য রোহিতের

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (হারের পর):
'পাওয়ারপ্লেতে পাঁচ উইকেট হারানোই আমাদের কাছ থেকে ম্যাচটা কেড়ে নিয়েছে। হৃদয় এবং জাকির দারুণ ব্যাট করেছে। কিন্তু, ফিল্ডিংয়ে কিছু ভুল হয়েছে। ক্যাচ মিস হয়েছে। রান আউট হাতছাড়া হয়েছে। নতুন বলে আমরা যদি উইকেট পেতাম, ফলাফল অন্যরকম হতে পারত।'

জয়ের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'মাঠে নামার আগে আত্মবিশ্বাসী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। খেলার সময় বিভিন্ন রকম অনুভূতি কাজ করে। কিন্তু, আমাদের ড্রেসিংরুমে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। গিল ও কেএল দারুণ খেলেছে। (পিচ সম্পর্কে) একটি ম্যাচ খেলে বলা কঠিন যে পিচ কমগতির ছিল কি না। পিচ অনুযায়ীই সবাইকে খেলতে হয় এবং পরিকল্পনা করতে হয়। আমরা দল হিসেবে পরিস্থিতি ভালোভাবে মূল্যায়ন করেছি। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে চাপ থাকবেই।'

রোহিত বলেন, 'শামির জন্য সত্যিই আনন্দিত। ওঁর জন্য, অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। আমরা জানি ও আমাদের জন্য কী করতে পারে। এমন খেলোয়াড় দরকার, যাঁরা গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের মেলে ধরতে পারে। গিলের মান সম্পর্কে আমরা সবাই জানি। তাই ওঁর পারফরম্যান্সে কারও অবাক হওয়ার কথা না। ওঁর শেষ পর্যন্ত ব্যাট করাটা দারুণ ব্যাপার ছিল। কাল হয়তো ওঁকে ডিনারে নিয়ে যাব (হাসি)।'

নিজের ক্যাচ মিস নিয়েও মুখ খুলেছেন রোহিত। তিনি বলেন, 'খুবই সহজ ক্যাচ ছিল। আমার নিজস্ব মান অনুযায়ী, ক্যাচটা অবশ্যই নেওয়া উচিত ছিল। কিন্তু জানি যে এমন জিনিসগুলো হয়েই থাকে। হৃদয় এবং জাকিরকেও কৃতিত্ব দিতেই হবে। ওঁরা খুব সুন্দর একটা পার্টনারশিপ খেলেছে।' 

পিচ সম্পর্কে বলতে গিয়ে রোহিত বলেন, 'পরের ম্যাচে পিচ একইরকম থাকবে কি না, সে ব্যাপারে নিশ্চিত নই। তবে মনে হচ্ছে যে, পিচ একইরকম থাকবে। আমি কিউরেটর নই, তবে ম্যাচগুলো যেভাবে পরপর হবে, তাতে তেমনটাই মনে হচ্ছে।'

Champions Trophy Cricket News Indian Cricket Team Bangladesh Cricket Team Team-India Team India