ODI cricket Rohit Sharma: ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১১,০০০ রানের তালিকায় দ্বিতীয়, বিরাট সাফল্য রোহিতের

Rohit Sharma-Team India: রোহিত এখন সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় সৌরভ গাঙ্গুলির (১১,৩৬৩ রান) ঠিক পিছনেই আছেন। শচীন টেন্ডুলকার ১৮,২৪৬ রান করে আছেন তালিকার শীর্ষে।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Rohit Sharma: বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma: বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা। (ছবি- ফেসবুক)

ICC Champions Trophy 2025, IND vs BAN, Rohit Sharma record: ভারত অধিনায়ক রোহিত শর্মা বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ১১,০০০ রান পূর্ণ করলেন। তিনি ২৭০ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন। ইনিংস সংখ্যার দিক থেকে তাঁর সামনে আছেন শুধু বিরাট কোহলি। রোহিত এই তালিকায় চতুর্থ ভারতীয় এবং গোটা বিশ্বের তালিকায় ১০ম ব্যাটার। বৃহস্পতিবার, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-এর ম্যাচে ২২৯ রানের লক্ষ্যে ভারতের ইনিংসের চতুর্থ ওভারে মুস্তাফিজুর রহমানকে মিড-অন দিয়ে একটি বাউন্ডারি হাঁকিয়ে রোহিত এই মাইলফলক স্পর্শ করেন। 

Advertisment

ভারত অধিনায়ক এই নতুন রেকর্ড গড়তে নিয়েছেন ২৭০ ম্যাচ। ইনিংসের দিক থেকে তিনি রয়েছেন কোহলির পরেই, দ্বিতীয় দ্রুততম। কোহলি ২২২ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন, সেখানে রোহিত তা করেছেন ২৬১ ইনিংসে। এই তালিকায় তাঁদের পরে আছেন শচীন টেন্ডুলকার (২৭৬ ইনিংস), রিকি পন্টিং (২৮৬ ইনিংস) ও সৌরভ গাঙ্গুলি (২৮৮ ইনিংস)। রোহিত এখন সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় সৌরভ গাঙ্গুলির (১১,৩৬৩ রান) ঠিক পিছনেই আছেন। শচীন টেন্ডুলকার ১৮,২৪৬ রান করে আছেন তালিকার শীর্ষে।

কোহলি ইতিমধ্যে ১৩,৯৬৩ রান করেছেন এবং ১৪,০০০ রানের মাইলফলকের মাত্র ৩৭ রান দূরে আছেন। সর্বাধিক ওয়ানডে রানের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কুমার সাঙ্গাকারা (১৪,২৩৪ রান)। ছক্কা মারার বিচারে রোহিত ৩৩৮টি ছক্কা মেরে ওয়ানডেতে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। শাহিদ আফ্রিদি (৩৫১ ছক্কা) রয়েছেন শীর্ষে। রোহিতের রানের গড় প্রায় ৫০। তাঁর ৩২টি সেঞ্চুরি ও ৫২টি হাফ সেঞ্চুরি আছে। ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় (১০,৮৮৯ রান) এবং এমএস ধোনিও (১০,৭৭৩ রান) ১০ হাজারের বেশি রানের তালিকায় আছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে ছয়জন ১০,০০০ রানের ক্লাবে আছেন।

Advertisment

আরও পড়ুন- হ্যাটট্রিক করতেন অক্ষর, ক্যাচ ফসকানোর দায় নিয়ে মাঠেই ক্ষমাপ্রার্থনা রোহিতের

রোহিতের ওয়ানডে কেরিয়ারের শুরু ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টেই। সেই সময় এমএস ধোনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে রোহিতই শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংস ওপেন করবেন। সেই সিদ্ধান্ত রোহিত শর্মার কেরিয়ার পুরোপুরি বদলে দেয়। রোহিত নিয়মিত বড় সেঞ্চুরি করতে শুরু করেন। আর, তার দৌলতে ভারতও একের পর এক ম্যাচে বড় রান করে। ২০২৩ সালের বিশ্বকাপে রোহিত আক্রমণাত্মক ক্রিকেট খেলে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেন। এখন তাঁর কেরিয়ারের শেষ ভাগ। রোহিত চান চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে। ব্যাট হাতে আরও একটি সফল টুর্নামেন্ট কাটানোই আপাতত তাঁর লক্ষ্য।

Rohit Sharma Cricket News Indian Cricket Team Bangladesh Cricket Team Team-India Team India