ICC Champions Trophy, Ind vs Pak: ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানানোর আগেই বিরাট সমস্যায় পাকিস্তান! বড় ধাক্কা রিজওয়ানদের

IND vs PAK Champions Trophy 2025: রবিবার ভারত-পাক ম্যাচ। পাকিস্তান প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে। আর, ভারত জিতেছে বাংলাদেশের বিরুদ্ধে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেট টিম

Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেট টিম। (ছবি- টুইটার)

IND vs PAK Champions Trophy 2025: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেড ম্যাচ। ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হবে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে পাকিস্তানের শুরুটা তেমন একটা ভালো হয়নি। উলটো দিকে ভারত বরং বাংলাদেশকে হারিয়ে ভালো অবস্থানে আছে। এই পরিস্থিতিতে আরও বড় সমস্যায় পড়ল পাকিস্তান ক্রিকেট দল। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জরিমানা করল গোটা পাকিস্তান দলকেই।

Advertisment

তার কারণ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তান অত্যন্ত ধীরগতিতে বল করেছে। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও পাকিস্তানের এক ওভার বল করার বাকি ছিল। সেই কারণে পাকিস্তান দলকে ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। এই জরিমানা করেছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তাঁর কাছে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও শরফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার আলেক্স হোয়ার্ফ।

করাচি স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩২০ রান করেছিল নিউজিল্যান্ড। দলের দুই ব্যাটার উইল ইয়ং ও টম লাথাম সেঞ্চুরি করেছেন। কিন্তু, ওই বিপুল রান তাড়া করতে গিয়ে পাকিস্তান ২৬০ রানেই অলআউট হয়ে যায়। এই পরিস্থিতিতে আগামী রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে মহম্মদ রিজওয়ানের দল।

রিজওয়ান যা বলেছেন

Advertisment

প্রথম ম্যাচে কিউয়িদের কাছে হেরে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান বলেন, 'ওরা বড় রানের টার্গেট দিয়েছিল ওরা। আমরা ভাবিনি যে এত বেশি রান করবে। ভেবেছিলাম, ২৬০ রানের মধ্যেই ওদের আটকে দেব। আমরা প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়েছি। নিজেদের যাবতীয় পরিকল্পনা ওদের বিরুদ্ধে কাজে লাগিয়েছি। কিন্তু, ওদের থামাতে পারিনি। নিউজিল্যান্ড খুবই ভালো খেলেছে।'

আরও পড়ুন- জুলাইয়েই উদ্বোধন? ইডেন গার্ডেনের সঙ্গে পাল্লা দিতে সেজে উঠছে ত্রিপুরার আন্তর্জাতিক স্টেডিয়াম

তাঁদের দেশের পিচে খেলা হচ্ছে। তারপরও হেরে নিজের দেশের পিচ নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। রিজওয়ান বলেন, 'আমরা পিচ দেখেছি। করাচির পিচে প্রথম দিকে ব্যাটিং করা মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু, উইল ইয়ং ও টম লাথাম, তার মধ্যেই দুর্দান্ত খেলেছেন। কিন্তু, আমরা পারিনি। আমরা লাহোরে যে ভুলটা করেছিলাম, এখানেও সেটাই করেছি। এখন আর, পুরোনো কথা ভেবে লাভ নেই। আশা করি, আগামী ম্যাচে ভালো খেলব।'  

cricket Cricket News Indian Cricket Team Pakistan Cricket Team Team-India Team India