ICC Champions Trophy 2025 India Schedule: আর ঠিক দু-মাস পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান! মঙ্গলবারের মহা-ঘোষণায় ঝড় ICC-র

ICC Champions Trophy 2025 Team India Schedule and Fixtures: ভারতের হাইব্রিড মডেল থিওরিতেই সায় রয়েছে আইসিসির। নিরপেক্ষ ভেন্যুতে এবার হবে ভারত-পাক মহারণ।

ICC Champions Trophy 2025 Team India Schedule and Fixtures: ভারতের হাইব্রিড মডেল থিওরিতেই সায় রয়েছে আইসিসির। নিরপেক্ষ ভেন্যুতে এবার হবে ভারত-পাক মহারণ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs Pakistan t20 World Cup ticket price

ICC Champions Trophy 2025, Team India Matches Date, Timings, and Venues: অবশেষে আইসিসির তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করে দেওয়া হল। রোহিত শর্মার টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে বাংলাদেশের বিপক্ষে। ফেব্রুয়ারির ২০-এ দুবাইয়ে। বাংলাদেশ ম্যাচের পর একই ভেন্যুতে ভারত ঠিক দু-দিন পরেই মোকাবিলা করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

Advertisment

গ্রুপ পর্বে শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২ মার্চ। আট দলের এই আইসিসি ইভেন্ট ফেব্রুয়ারির ১৯ থেকে শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। পাকিস্তানের তিন ভেন্যুর পাশাপাশি ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ভারত টুর্নামেন্টের শুরু থেকেই পাকিস্তানে যেতে অস্বীকার করেছিল। তারপর বহু টালবাহানা, দড়ি টানাটানির পর ভারতের হাইব্রিড মডেল তত্ত্বেই সায় দিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, ভারত পাকিস্তান দুই দলই কোনও আইসিসি ইভেন্ট খেলতে ২০২৮ পর্যন্ত একে অন্যের দেশে ভ্রমণ করবে না।

সমস্ত ম্যাচ শুরু হবে পাকিস্তানের সময় অনুযায়ী দুপুর ২টায়। ভারত যদি শেষ চারে কোয়ালিফাই করে তাহলে প্ৰথম সেমিতে অংশ নেবে।পাকিস্তান শেষ চারের জন্য কোয়ালিফাই করলে দ্বিতীয় সেমিতে খেলবে। ভারত যদি ফাইনালে পৌঁছয় তাহলে আয়োজক দেশ হয়েও ট্রফি জয়ের ম্যাচ আয়োজন থেকে বঞ্চিত হবে পাকিস্তান। সেক্ষেত্রে ভারত ফাইনাল খেলবে দুবাইয়ে।

Advertisment

আরও পড়ুন: অক্ষর-কুলদীপকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ায় অশ্বিনের বদলি কেন তনুষ! মুখ খুললেন রোহিত

আট বছর পর আন্তর্জাতিক মঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যাবর্তন ঘটছে। ২০১৭-য় শেষবার ইংল্যান্ডে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছিল এবারের আয়োজক দেশ পাকিস্তান। ওভালের ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। ঠিক তার আগের সংস্করণে ২০১৩-য় ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে।

ভারত গ্রুপ পর্বে নিজেদের তিনটে ম্যাচ- বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দুবাইয়ে। ২০২৪-এ শেষবার দুই দল টি২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে। সেই ম্যাচে পাকিস্তানকে নাটকীয়ভাবে ছয় রানে হারিয়ে দেয় ভারত। তারপর বার্বাডোজের ফাইনালে ভারতই বিজয়ীর মুকুট পরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে।

গত বছর ওয়ানডে বিশ্বকাপে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত পাকিস্তানকে একপেশেভাবে হারিয়েছিল ৭ উইকেটে। ভারত টুর্নামেন্টের সমস্ত ম্যাচ জিতে ফাইনালে পৌঁছলেও অস্ট্রেলিয়ার কাছে আসল ম্যাচেই পরাস্ত হয়। আহমেদাবাদে জিতে ষষ্ঠবারের মত বিশ্বকাপ জয় করে অজিরা।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি

২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত, দুবাই

২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ভারত, দুবাই

২ মার্চ নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই

ICC pakistan Pakistan Cricket Indian Cricket Team Indian Team india pakistan India-Pakistan India Vs Pakistan match India Cricket Team Pakistan Cricket Team Team-India Team India Team India Pakistan Cricket Board (PCB)