ICC Champions Trophy: বদলে গেছে বাংলাদেশ! প্রথম ম্যাচেই ভারতকে বান্ডিল করতে মরিয়া টাইগাররা

India vs Bangladesh Champions Trophy match: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর আড়াইটে নাগাদ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
ICC Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ICC Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। (ছবি- আইসিসি)

India vs Bangladesh Champions Trophy match: দেশে সামান্য অস্থিরতা আছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রতিপক্ষরা স্রেফ শক্তিশালী। কিন্তু, বাংলাদেশ ক্রিকেটের টাইগাররা ঝাঁপিয়ে পড়লে সেই শক্তিশালীরা স্রেফ উড়ে যাবে। এমনটাই মনে করছেন বাংলাদেশ ক্রিকেটের কর্তারা। তবে, প্রথম ম্যাচটায় প্রতিপক্ষ ভারত। তাদের বিরুদ্ধে আইসিসি ইভেন্টে বাংলাদেশের অভিজ্ঞতা খুব একটা ভালো না। সেই কারণে প্রথম ম্যাচটাতেই একটু সমঝে খেলতে চান টাইগাররা। সেখানে ভালো কিছু করতে পারলেই টুর্নামেন্টের বাকি ম্যাচের সুর বাঁধা হয়ে যাবে। এমনটাই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা এবং খেলোয়াড়রা। 

Advertisment
ICC Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
ICC Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। (ছবি- আইসিসি)

 বাংলাদেশ ক্রিকেটের তরফে এই প্রসঙ্গে জাকের আলি অনিক বলেছেন, 'আমরা ২০ ফেব্রুয়ারির ম্যাচটার দিকেই মূলত তাকিয়ে আছি। ওই ম্যাচটা জিততেই হবে। ওই ম্যাচটা জিততে পারলেই টুর্নামেন্টটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আইসিসি ইভেন্টে সব দলই সমান। এটা দ্বিপাক্ষিক সিরিজের মত না। তাই আমাদের দল সেরাটা খেলার চেষ্টা করবে।' 

একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সূচি

Advertisment
দিন স্থান প্রতিদ্বন্দ্বী দল সময়
২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম বাংলাদেশ-ভারত  দুপুর ২.৩০
২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ-নিউজিল্যান্ড দুপুর ২.৩০
২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ-পাকিস্তান দুপুর ২.৩০

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আশাবাদী, তাঁরা জিততে পারবেন। ২০০৭ একদিনের বিশ্বকাপে বাংলাদেশ হারিয়ে দিয়েছিল ভারতকে। ২০২৩ একদিনের বিশ্বকাপের রানার্স এবং ২০২৪ টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতের কাছে তাই বাংলাদেশ ম্যাচটা মোটেও সহজ হবে না। এই প্রসঙ্গে জাকের আলি অনিক বলেন, 'পাকিস্তানের সঙ্গে খেলতে পেরে আমাদের বেশ ভালোই লাগবে। পাকিস্তানের পিচ ব্যাটিংয়ের স্বর্গ। দুবাইয়েরটাও তাই। আমরা তাই সঠিক পরিকল্পনা নিয়ে চললে ভালো রান তুলতে পারব। আর, সেটা করতে গেলে আমাদের চেষ্টা চালাতে হবে।'    

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে কবে, কোন দলের ম্যাচ, কোথায় বা খেলা হবে, জানুন বিস্তারিত

ভারত ছাড়া বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সম্প্রতি পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ খেলবে ২৪ ফেব্রুয়ারি। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ খেলবে ২৭ ফেব্রুয়ারি। দুটো ম্যাচই হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। পাকিস্তানের মাটিতে তাঁরা খেলতে পারবেন, এটা ভেবেই উচ্ছ্বসিত বাংলাদেশ দলের সদস্যরা। তাদের আশা, পাকিস্তানে তাঁরা জনসমর্থন পাবেন। যেমনটা, গত টেস্ট সিরিজের সময় পেয়েছিলেন।

cricket Bangladesh ICC Champions Trophy Cricket News