Rashid Latif Dawood Ibrahim threat to Team India for Champions Trophy: দাউদ ইব্রাহিমের নাম করে ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে রশিদ লতিফের হুমকিতে নতুন বিতর্ক তৈরি হল। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ। আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ভারত জানিয়ে দিয়েছে, পাকিস্তানে দল পাঠানো হবে না। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কে এবার ঘি ফেললেন রশিদ লতিফ। তিনি ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে দাবি করে নিজেকে বড় করে দেখানোর চেষ্টা চালালেন।
দাউদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্কিত বিবৃতিতে রশিদ লতিফ বলেছেন যে তিনি করাচিতে সন্ত্রাসবাদী দাউদের বাসভবনের কাছাকাছিই থাকেন। দাউদকে আন্ডারওয়ার্ল্ডের 'ভাই' বলেও উল্লেখ করেছেন রশিদ। তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। লতিফ এর আগে ভারতকে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সেমিফাইনাল খেলার পরামর্শ দিয়েছিলেন। যা এই বিতর্ক বাড়িয়ে তুলেছিল। এই পরিস্থিতিতে লতিফের নতুন মন্তব্য চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে, দুই দেশের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে তুলল।
ভারত পরামর্শ দিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- পাকিস্তানের পাশাপাশি অন্য দেশেও আয়োজিত হোক। কিন্তু, পাকিস্তান এখনও পর্যন্ত সেই পরামর্শ মানতে নারাজ। ভারত অতীতে বারবার পাকিস্তানকে ১৯৯৩ সালের মুম্বই বোমা হামলার মূল পরিকল্পনাকারী দাউদ ইব্রাহিমকে আশ্রয় দেওয়ার দায়ে অভিযুক্ত করেছে। রশিদ লতিফ সম্প্রতি ইউটিউবে 'কট বিহাইন্ড' শো-এ হাজির ছিলেন। সেখানেই তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়া নিয়ে মন্তব্য করেছেন। এই ইস্যুতে রশিদ লতিফ কথা বলেছেন ড. নওমান নিয়াজের সঙ্গে।
আলোচনার সময় এই অনুষ্ঠানের আয়োজক নিয়াজ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের অবস্থানের উল্লেখ করেছিলেন। তিনি জানান, ভারতের চার জন আইসিসি চেয়ারম্যান হয়েছেন। আর, পাকিস্তান থেকে ওই পদে বসেছিলেন জাহির আব্বাস। শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহর আর এবার জয় শাহ আইসিসি চেয়ারম্যান হলেন। এই কথাবার্তার সময় রশিদ জানান যে তিনি এক অনুষ্ঠানে অভিযোগ করেছিলেন যে, শ্রীনিবাসন স্পষ্ট ফিক্সিং কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। সেখানে সঞ্চালক তাঁকে 'পাগল' বলে মন্তব্য করেছিলেন। তার জেরে তিনি হুমকি দিয়ে বলেছিলেন যে, 'ভাইয়ের পাশের বাড়িতে থাকি।' যার মাধ্যমে করাচিতে দাউদ ইব্রাহিমের পাশের বাড়িতে থাকার কথা বোঝাতে চেয়েছিলেন লতিফ।
Pakistan ex-cricketer Rashid Latif bragging about his connections with most wanted terrorist Dawood Ibrahim:
— Johns (@JohnyBravo183) December 2, 2024
Says "whom are you messing with?" I stay near Bhai's house (ref to Dawood staying in Karachi)
And he wants India to play Champions Trophy SF in Karachi. pic.twitter.com/tDnTELRJDo
@iRashidLatif68 did you hear the name of #LawrenceBishnoi ?
— Amit Sharma 🇮🇳 (@iamamitvasu) December 2, 2024
Country like #Canada started feeling heat just by listening to this name
Inka toh bhai Insaniyat ke Rakhas hai wo Yeh fbi top terrorists list inke bhai behen hi hai pic.twitter.com/ZDx5z9lGJi
— 𝐊𝐑𝐢𝐜 𝐓𝐨𝐤 🇮🇳 𝕏✪ (@tokcric22) December 2, 2024
@iRashidLatif68 As per the @ForeignOfficePk and the ISI, Dawood is not in Pakistan. Now this man is saying Dawood is his neighbor, if your bhai is so courageous why is he hiding in Pakistan? Whom to be trusted? Pakistanis are a bunch of pathological liars.
— Osheen (@Megha94507473) December 2, 2024
Aacha hai location bta rha hai joker latif 😂😂 raw is watching 💪🏻
— Ankur garg (@AnkurKu13805753) December 2, 2024
i bet even Osama bin laden was staying his house before he was shot dead by USA army
— BAAP_INDIA (@BannerSphinx) December 2, 2024
yet these clowns will claim Pakistan is the safest place on earth 🤣😂🤣😂🤣
side effect of madrsachap education system
No education can change this delusional society's mindset. Bragging about a terrorist and a gangster is all they can offer. Cut off all contacts and let's stop even talking about this failed country and society even at our dinner tables. We need to move on from this toxicity.
— Karn Deb (@KD21011991) December 2, 2024
শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভারতকেও সতর্ক করে দিয়েছেন লতিফ। তিনি পরোক্ষভাবে ভারতকে সতর্ক করে দিয়ে বলেছেন, 'কার সঙ্গে ছলচাতুরি করছ? আমি ভাইয়ের বাড়ির কাছেই থাকি।' রশিদ করাচিতে থাকেন। তাঁর এই মন্তব্য কার্যত দাউদের করাচিতে থাকার ইঙ্গিত দিয়েছে। এই মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সমালোচনার মুখেও পড়েছেন লতিফ। তবে শুধু লতিফই নয়, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের সঙ্গেও মাফিয়া দাউদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মিয়াঁদাদের ছেলে জুনায়েদ মিয়াঁদাদ ২০০৬ সালে দাউদের মেয়ে মাহরুখকে বিয়ে করেছেন। পাকিস্তান দাউদকে লুকিয়ে রেখেছে বলে তার আগে অভিযোগ তুলেছিল ভারত।
আরও পড়ুন- রোহিত নন, কোহলির কাছ থেকেই অটোগ্রাফ নিলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী! কেন, কারণ জানালেন নিজেই
উল্লেখ্য, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের একজন। তিনি করাচিতে বসবাস করছেন বলে বহুদিন ধরেই ভারত অভিযোগ করে চলেছে। কয়েক বছর ধরে, পাকিস্তান ধারাবাহিকভাবে দাউদকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের দাবি উড়িয়ে দিচ্ছে। দাউদ ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারীদের অন্যতম। ওই বিধ্বংসী হামলায় শত শত ভারতীয় প্রাণ হারিয়েছিলেন। দাউদকে এরপর নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার জন্য ভারতের একাধিক অনুরোধ সত্ত্বেও, পাকিস্তান সমস্ত দাবি প্রত্যাখ্যান করে। এবার লতিফের খোলামেলা স্বীকারোক্তি কার্যত ভারতের দাবিতেই সিলমোহর দিল যে দাউদ পাকিস্তানেই রয়েছে। একইসঙ্গে তা, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজনের ক্ষেত্রেও বাধা আরও পোক্ত করল।