ICC Champions Trophy: BAN vs PAK: 'যার ৯-এ হয় না, তার ৯০-এও হয় না,' টাইগারদের হারের পর বলছেন বাংলাদেশের সমর্থকরাই

ICC Champions Trophy: Bangladesh & Pakistan: BAN & PAK: হাল ফেরাতে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান দলের খেলোয়াড়রা

India vs Pakistan Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান দলের খেলোয়াড়রা। (ছবি- ইনস্টাগ্রাম)

ICC Champions Trophy: BAN & PAK: দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হুংকার দিয়েছিলেন, এবার ট্রফি জিতেই ঘরে ফিরবেন। কিন্তু, যাইহোক, শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশকে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে হল না। গ্রুপ পর্যায়েই ভারত এবং তারপর নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হল বাংলাদেশকে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ মুখোমুখি হবে। কিন্তু, সেটা স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। কারণ, তিন ম্যাচের গ্রুপ পর্যায়ে দুটোতেই হেরেছে কাগুজে টাইগাররা।

Advertisment

আসলে ব্যাটিং ব্যর্থতাতে একেবারে এমন ল্যাজেগোবরে অবস্থায় পৌঁছেছে বাংলাদেশের পারফরম্যান্স। এমনটাই মনে করছেন, সেদেশের অনেক ক্রিকেট অনুরাগীই। তাঁরা মনে করছেন, বাংলাদেশবাসীকে স্বপ্ন দেখিয়ে কার্যত সেই স্বপ্ন ভেঙে দিলেন সেদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে সেদেশের বাসিন্দাদের আশা, শেষ পর্যন্ত বদলে গেল আশার ফানুসে। আর, এর মূলে বাংলাদেশের জঘন্য ব্যাটিং। বারবার ক্রিকেটার বদলানো হয়েছে। কিন্তু, তাতে বাংলাদেশের পারফরম্যান্সের কোনও হেরফের হয়নি। এমনটাই অভিযোগ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।  

তাঁদের অভিযোগ, দলের দুই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের বিরুদ্ধে সোমবারের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই দুই ব্যাটারের মধ্যে মুশফিকুর আউট হয়েছেন ২ রানে। আর, মাহমুদুল্লাহ আউট হয়েছেন ৪ রানে। তাই দেখে বাংলাদেশের নেটিজেনদের সোজা কথা, 'যাঁর ৯-এ হয় না তাঁর ৯০-তেও হবে না। বাংলাদেশের ব্যাটিংয়েরও ৯-এ তে কিছু হয়নি। তাই ৯০-তেও কিছু হবে না।' 

আরও পড়ুন- ভারতের জয়কে কটাক্ষ কামিন্সের! দুবাইয়ে খেলায় টিম ইন্ডিয়া সুবিধা পাচ্ছে, অভিযোগ অস্ট্রেলীয় তারকার

Advertisment

শুধু বাংলাদেশই কেন, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তান দলকেও এখন রীতিমতো তুলোধনা করছেন সেদেশের প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদেরই অন্যতম প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-ইক। তাঁর ভাইপো ইমাম-উল-হক এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন। ভারতের কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর ইনজামাম বলেছেন, '১৯ তারিখে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। পাকিস্তান আয়োজক। কিন্তু, ২৩ তারিখেই পাকিস্তান দলের কাছে টুর্নামেন্ট কার্যত শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে বেশ কড়া ব্যবস্থা নেওয়া উচিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে সেই কড়া  ব্যবস্থা নেওয়ারই আবেদন করেছেন ইনজামাম।'

My message to Chairman PCB @mohsinnaqvicnn #indvspak

Posted by Inzamam-ul-Haq on Monday, February 24, 2025

বাংলাদেশ আর পাকিস্তান বৃহস্পতিবার পরস্পরের মুখোমুখি হবে। কিন্তু, সেটা স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। কারণ, দুটো ম্যাচে জিতে ভারত এই গ্রুপ থেকে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। তেমনই সেমিতে চলে গিয়েছে নিউজিল্যান্ড দলও। 

ICC Champions Trophy Cricket News Bangladesh Cricket Team Pakistan Cricket Team