Pat Cummins on India: ভারতের জয়কে কটাক্ষ কামিন্সের! দুবাইয়ে খেলায় টিম ইন্ডিয়া সুবিধা পাচ্ছে, অভিযোগ অস্ট্রেলীয় তারকার

India's Consecutive Wins in Dubai & Pat Cummins: অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না। তারপরও টিম ইন্ডিয়াকে কটাক্ষ করতে ছাড়লেন না এই ভারত-বিদ্বেষী অস্ট্রেলীয় তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Australia: ভারত বনাম অস্ট্রেলিয়া

India vs Australia: ভারত বনাম অস্ট্রেলিয়া। (ছবি- ফেসবুক)

India's Consecutive Wins in Dubai & Pat Cummins: ভারতের বিরুদ্ধে বিরাট অভিযোগ করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর অভিযোগ, ভারত দুবাইয়ে ম্যাচ হওয়ায় অনেক সুবিধা পাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি। ভারত তার সব ম্যাচই দুবাইয়ে খেলছে। কিন্তু, অন্যান্য দলগুলোকে পাকিস্তানের বিভিন্ন স্টেডিয়াম এবং দুবাইয়ে ভারতের সঙ্গে ম্যাচ খেলার জন্য যাতায়াত করতে হচ্ছে। এতেই যাতায়াতের ঝক্কি এবং পরিশ্রম ভারতীয় দলের খেলোয়াড়দের পোহাতে হচ্ছে না বলেই কামিন্স অভিযোগ করেছেন।

Advertisment

অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স বর্তমানে চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না। এই ট্রফির গ্রুপ পর্যায়ে অস্ট্রেলিয়ার ম্যাচগুলো চলছে পাকিস্তানের বিভিন্ন স্টেডিয়ামে। পাকিস্তানে করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো হচ্ছে। ভারত এই ট্রফিতে প্রথমে বাংলাদেশ এবং তারপর পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। আর, বাংলাদেশ এবং পাকিস্তান, দুটো করে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। যদিও তাদের নিজেদের মধ্যে নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু, সেটাতে এই দুই দলের মধ্যে কোনও একটা দলও জিতলেও তাদের বিশেষ একটা লাভ হবে না। টুর্নামেন্ট থেকে তাদের ছিটকে যাওয়া ইতিমধ্যে নিশ্চিতই হয়ে গিয়েছে। আর, ভারতের শেষ গ্রুপ ম্যাচ রবিবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

কামিন্স ইয়াহু অস্ট্রেলিয়াকে বলেছেন:
'আমি মনে করি এটা ভালো যে টুর্নামেন্টটা হচ্ছে। কিন্তু, এটাও স্পষ্ট যে, ভারতকে এক বিশাল সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। কারণ, তারা একই মাঠে সব ম্যাচ খেলছে। ইতিমধ্যে স্পষ্ট যে, তারা বেশ শক্তিশালী দল এবং সেই দল এই সুবিধাটা পাচ্ছে।'

টুর্নামেন্টের হাইব্রিড মডেল অনুসারে, যদি ভারত ফাইনালে পৌঁছয়, তবে সেটিও দুবাইতেই হবে। ভারত নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পাকিস্তানে যেতে রাজি হয়নি। তার ফলে, এই হাইব্রিড মডেলে টুর্নামেন্টে হচ্ছে।

Advertisment

অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন, কারণ তিনি তার দ্বিতীয় সন্তানের জন্মের সময় পরিবারের সঙ্গে থাকতে চেয়েছিলেন এবং একই সঙ্গে তাঁর গোড়ালির চোট থেকে সেরে উঠতে সময় লাগছে। তিনি এই ইনজুরির সময়টায় পরিবারের সঙ্গে কাটানোর পাশাপাশি ক্রিকেটে ফেরার প্রস্তুতিতে কাজে লাগাচ্ছেন বলেই কামিন্স জানিয়েছেন।

আরও পড়ুন- হাইপের মত খেলার মান মোটেও ওঠে না! ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মুখ খুললেন আথারটন

তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও মুখ খুলেছেন কামিন্স। তিনি বলেন: 'এই সময়টায় পরিবারের সঙ্গে কাটাতে পেরে ভালোই লাগছে। আমার গোড়ালির চোট সারানোর প্রক্রিয়াও ভালোভাবেই চলছে। এই সপ্তাহে দৌড়নো এবং বোলিং শুরু করব। সামনেই আইপিএল আছে। তারপর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ওয়েস্ট ইন্ডিজ সফর, তাই অনেক কিছু অপেক্ষা করছে।'

cricket Champions Trophy Cricket News Indian Cricket Team Pat Cummins