ICC Champions Trophy, 2025: BAN vs NZ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৬ নম্বর ম্যাচে নিউজিল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচটি সোমবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে।
নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার দলে দুটি পরিবর্তনের কথা জানিয়েছেন। সেগুলো হল— কাইল জেমিসন নাথান স্মিথের পরিবর্তে দলে ঢুকেছেন, আর রাচিন রবীন্দ্র দলে ফিরেছেন ড্যারেল মিচেলের বদলে।
বাংলাদেশও দুটি পরিবর্তন এনেছে—মাহমুদউল্লাহ ও নাহিদ রানা দলে ঢুকেছেন সৌম্য সরকার ও তানজিম সাকিবের পরিবর্তে।
নাহিদ রানা ও কাইল জেমিসন:-
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিই বাংলাদেশের নাহিদ রানার প্রথম আইসিসি টুর্নামেন্ট। ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বল করতে পারেন নাহিদ। নিয়মিত, ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করা তাঁর কাছে কোনও ব্যাপারই না। ২০২৪ সাল থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে তিনি ৬টি টেস্ট এবং ৩টি ওডিআই খেলেছেন।
৬ ফুট ৬ ইঞ্চি লম্বা কাইল জেমিসনের ডাকনাম কিলা। নিউজিল্যান্ডের অকল্যান্ডের একজন উঠতি পেসার। ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। ওই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী বোলার ছিলেন জেমিসন। সেই অসাধারণ পারফরম্যান্সের জন্যই ক্যান্টারবেরি তাঁকে পরবর্তী মরশুমের জন্য দলে নিয়েছিল। ২০১৮ সালে, জেমিসন সফরকারী ইংল্যান্ড দলের বিরুদ্ধে এক অসাধারণ সেঞ্চুরি করেছিলেন। ১১০ বলে ওই সেঞ্চুরি করেছিলেন এই অলরাউন্ডার।
টসের পর অধিনায়কদের প্রতিক্রিয়া:-
🔹 নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ অধিনায়ক):
'আমরা জিতলে আগেই বোলিং করতে চাইতাম। আমাদের দলে দুটি পরিবর্তন এসেছে—মাহমুদউল্লাহ ফিরেছেন, নাহিদ রানা দলে এসেছে। সৌম্য সরকার ও তানজিম সাকিব বাদ পড়েছে। ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ে ধসের পরও আমরা যেভাবে লড়াই করেছি, তা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।'
🔹 মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড অধিনায়ক):
'আমরা প্রথমে বল করছি, পিচ বেশ ভালো বলেই মনে হচ্ছে। আমরা বিভিন্ন মাঠে অনুশীলন করেছি, তবে এখানে শিশিরের প্রভাব থাকতে পারে। আমাদের দলে দুটি পরিবর্তন হয়েছে— কাইল জেমিসন নাথান স্মিথের পরিবর্তে দলে ঢুকেছেন। আর, রাচিন রবীন্দ্রও দলে ফিরেছে। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সেমিফাইনালের আগে এই পিচে খেলা আমাদের জন্য ভালোই হবে।'
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: টাইগারদের তুরুপের তাস, কে এই নাহিদ রানা?
BAN vs NZ, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: দুই দলের একাদশ
নিউজিল্যান্ড (Playing XI):
উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও'রউরকে।
বাংলাদেশ (Playing XI):
তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।