Shah meets Bach: অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখের সঙ্গে বৈঠক শাহর

ICC chief shah meets IOC boss Bach: শাহ সুইজারল্যান্ডে আইওসি প্রধানের সঙ্গে দেখা করেছেন। সেই ছবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশ করেছে।

ICC chief shah meets IOC boss Bach: শাহ সুইজারল্যান্ডে আইওসি প্রধানের সঙ্গে দেখা করেছেন। সেই ছবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশ করেছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jay Shah-Thomas Bach: আইসিসির প্রধান জয় শাহ অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখের সঙ্গে বৈঠক করলেন

Jay Shah-Thomas Bach: আইসিসির প্রধান জয় শাহ অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখের সঙ্গে বৈঠক করলেন। (ছবি- আইসিসি)

ICC chief shah meets IOC boss Bach: অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখের সঙ্গে দেখা করলেন আইসিসি প্রধান জয় শাহ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান সুইজারল্যান্ডে গিয়ে আইওসি প্রধানের সঙ্গে দেখা করেছেন। সেই ছবি প্রকাশ করেছে আইসিসি। সম্প্রতি আইসিসির প্রধানের দায়িত্ব নিয়েছেন জয় শাহ। আইসিসি দুই প্রধানের বৈঠকের সেই ছবি পোস্ট করেছে এবং মঙ্গলবার, ২১ জানুয়ারি তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। 

Advertisment

শাহ সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস আয়োজক কমিটির (ওসিওজি) সিইও সিন্ডি হুকের সঙ্গেও দেখা করেছেন। ১২৮ বছর পরে অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের পর শাহের এটাই সাম্প্রতিক সফর। ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেট খেলা হবে। এই অলিম্পিক লস অ্যাঞ্জেলসে (এলএ) আয়োজিত হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত খবর অনুসারে, ম্যাচগুলি পূর্ব উপকূলে হতে পারে। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের আয়োজনও সেখানেই হয়েছিল।

থমাস বাখ কে?
থমাস বাখ একজন প্রাক্তন অলিম্পিক ক্রীড়াবিদ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বর্তমান সভাপতি। তিনি একজন প্রাক্তন জার্মান ফেন্সার। ১৯৭০ থেকে ১৯৮০-র দশকে তিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। বাখ কানাডার মন্ট্রিলে ১৯৭৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে দলগত ফয়েল ফেন্সিংয়ে সোনা জিতেছিলেন। তাঁর খেলোয়াড় জীবন থেকে অবসরের পর বাখ ক্রীড়া প্রশাসনে যোগ দেন। ২০১৩ সালে আইওসি সভাপতি হন। আইওসির সভাপতি হিসেবে, তিনি অলিম্পিক গেমসের সংগঠন তত্ত্বাবধানে এবং অলিম্পিক আন্দোলনের মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট
২০২৮ সালের অলিম্পিক গেমস লস অ্যাঞ্জেলেসে হতে চলেছে। ১২৮ বছর পর ক্রিকেট অলিম্পিকে ফিরবে। শেষবার ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর, শাহ এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করতে উৎসাহী হয়ে ওঠেন। এরপরই তিনি বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসারে উদ্যোগী হন।

Advertisment

শাহ বিবৃতিতে বলেছেন, 'খেলাধূলার জন্য এটা এক রোমাঞ্চকর সময়। আমরা এলএ২৮ অলিম্পিক গেমসের প্রস্তুতি নিচ্ছি। বিশ্বব্যাপী ভক্তদের জন্য ক্রিকেটকে আরও সহজলভ্য এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছি। বিশ্বব্যাপী ক্রিকেটের বিরাট সম্ভাবনা আছে। আমি সেই সুযোগ কাজে লাগাতে চাই। আর, এই খেলাকে এক নতুন উচ্চতায় তুলে ধরতে চাই। এই লক্ষ্যে আইসিসি দল এবং সদস্য দেশগুলোর সঙ্গে সহযোগিতার পথে হাঁটতে চায়।'

আরও পড়ুন- ভাগ্য বদলাতে কালীঘাটে গম্ভীর! ইডেনে ম্যাচের আগে মা-কালীর আরাধনা টিম ইন্ডিয়া বসের

তবে, শাহ আইসিসির দায়িত্ব নেওয়ার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর চূড়ান্ত সময়সূচি দ্রুত ঘোষণা করা হবে বলেই আশা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু, এই প্রতিযোগিতা শুরু হতে মাত্র দুই মাসের মত বাকি। এখনও প্রতিযোগিতাটি ঘিরে অনিশ্চয়তা অব্যাহত।

cricket sports Jay Shah Olympics ICC