Advertisment

Women's t20 World Cup in Bangladesh: গোটা বাংলাদেশে উত্তাল নৈরাজ্য, টাইগারদের হাত থেকে কেড়ে নেওয়া হতে পারে বিশ্বকাপের আয়োজন

Bangladesh unrest and Sheikh Hasina resigns: আইসিসি নজর রাখছে বাংলাদেশের পরিস্থিতিতে, কাড়া হতে পারে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

author-image
IE Bangla Sports Desk
New Update
Women's t20 World Cup, Bangladesh, মহিলাদের টি২০ বিশ্বকাপ, বাংলাদেশ,

Women's t20 World Cup-Bangladesh: আইসিসি গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। (ছবি- টুইটার)

T20 World Cup hosting rights of Bangladesh Cricket: মহিলাদের টি২০ বিশ্বকাপকে মাথায় রেখে বাংলাদেশের পরিস্থিতির ওপর সন্তর্পণে নজর রাখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা যাতে নিরাপদে থাকেন। তাঁদের স্বাচ্ছন্দ্যের যাতে অভাব না ঘটে, সেটা নিশ্চিত করাই আইসিসির লক্ষ্য। আর, সেই কারণেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে।

Advertisment

মহিলাদের টি২০ বিশ্বকাপ অক্টোবরে হওয়ার কথা। কিন্তু, তার আগে জুলাই থেকে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। সোমবার সেই পরিস্থিতির কাছে মাথানত করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। তিনি বাংলাদেশ ছেড়েও পালিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একটু আগে থেকেই উত্তেজনা চরম আকার ধারণ করে। দোকানপাট লুঠ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন লুঠ করা হয়েছে। এমনকী, নিরাপত্তা বাহিনীর ওপরও হামলা চালানো হয়েছে। আর, সেই কারণেই গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে আইসিসি। সেটা করতে, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা, পেশাদার পরামর্শদাতাদের পরামর্শ গ্রহণ করছে আইসিসি।

সূচি অনুযায়ী, ৩ থেকে ২০ অক্টোবর ঢাকা এবং সিলেটে যৌথভাবে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা। সোমবার জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তারপরই বাংলাদেশের পরিস্থিতি চরম আকার ধারণ করে। বেছে বেছে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে। বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের পরিবারের জন্য শিক্ষা এবং চাকরিতে ৩০% সংরক্ষণের আইন ছিল বাংলাদেশে। সেই সংরক্ষণের বিরুদ্ধে প্রতিবাদের নামে বাংলাদেশ গত মাস থেকে বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে গত মাসে কলম্বোয় বার্ষিক সম্মেলনের পর আইসিসি সংবাদমাধ্যমকে জানিয়েছিল, 'বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে।'

আরও পড়ুন- মুখ পুড়েছে হারে! শেষ ম্যাচে একের পর তারকা হয়ত বাদ ভারতের ১১-য়, ব্যাপক চমক

কিন্তু, সেই সম্মেলনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। বিক্ষোভ পথে নেমে আসে। যার ফলে আইসিসির উদ্বেগ বেড়েছে। গত মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী, এবারের টি২০ বিশ্বকাপে ২৩টি ম্যাচ হওয়ার কথা। ১৮ দিন ধরে ঢাকার শের-এ-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো হওয়ার কথা। মে মাসে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ করেছিল। ঢাকাতে সেই সূচি প্রকাশ করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। এই সূচি প্রকাশের আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই অধিনায়কের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন।

Women Cricket Cricket News Worldcup Cricket World Cup Bangladesh Cricket Team ICC
Advertisment