Advertisment

বাংলাদেশ ম্যাচের পরে মাঠেই হাতাহাতি ক্রিকেটারদের! দেখুন সেই ভিডিও

ICC Cricket World Cup 2019: বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের অনেকেই আশা করেছিলেন, হয়তো সাকিবদের পর্যুদস্ত করতে পারবেন তারা। তবে সেই ম্যাচেও জয়ের খাতা খুলতে পারেনি আফগানিস্তান। ৬২ রানে হেরে বসে তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
ban vs afg

মেজাজ হারালেন রশিদ খান (ফেসবুক)

ফের বিতর্কে আফগানিস্তান ক্রিকেটাররা। বাংলাদেশের বিরুদ্ধে হারের পরে প্রকাশ্যেই মেজাজ হারালেন দলের দুই তারকা ক্রিকেটার- মহম্মদ নবি ও রশিদ খান। যা নিয়ে ফের একবার চাঞ্চল্য ক্রিকেট বিশ্বকাপে। এমনিতে চলতি বিশ্বকাপে আন্ডার ডগের তকমা নিয়ে এসেছিল আফগানিস্তান। ধরা হয়েছিল, টুর্নামেন্টে ইন্দ্রপতন ঘটিয়ে সমীকরণ অদল বদল করে দিতে পারেন আফগান ক্রিকেটাররা। কিন্তু কোথায় কী! চলতি বিশ্বকাপে ৭টি ম্যাচের সবকটিতে হেরেছে গুলাবদিন নাইবের দল।

Advertisment

তবে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের অনেকেই আশা করেছিলেন, হয়তো সাকিবদের পর্যুদস্ত করতে পারবেন তারা। তবে সেই ম্যাচেও জয়ের খাতা খুলতে পারেনি আফগানিস্তান। ৬২ রানে হেরে বসে তাঁরা। সেই ম্যাচের পরেই ঘটে যায় অনাকাঙ্খিত ঘটনা। হারের পর মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরছিলেন আফগানিস্তান ক্রিকেটাররা। সেই সময়েই ক্রিকেটারদের দুয়ো-ধ্বনি দিচ্ছিলেন আফগান সমর্থকরা। আইপিএল এবং দেশের হয়ে খেলার পারফরম্যান্স নিয়ে রশিদ-নবিদের রীতিমতো তির্যক ব্যঙ্গ করতে থাকেন সমর্থকরা। ব্যক্তিগতভাবেও কটাক্ষ ভেসে আসছিল গ্যালারি থেকে।

আরও পড়ুন

বিশ্বকাপের মাঝেই বাবা হচ্ছেন বিরাট? অবশেষে মুখ খুললেন অনুষ্কা

সাউদাম্পটনের রোজ বোলের একেই ম্যাচ হেরে হতাশ ছিলেন ক্রিকেটাররা। তারপরে ক্রমাগত এই ব্যঙ্গ-বিদ্রুপে মেজাজ হারান তাঁরা প্রকাশ্যে। সমর্থকদের ড্রেসিংরুমে ঢুকে যাওয়ার আগে হাতের মধ্যমা আঙুল এবং হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন নবি। ঘটনা এখানেই শেষ নয়। রশিদ খানও এরপর একইভাবে ব্যঙ্গের শিকার হন। তাঁকে দেখা যায় তেড়ে আসতে। সমর্থকদের দিকে হাত তুলে মারার ইঙ্গিতও করেন তিনি। তবে মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা থামান তাঁকে। সতীর্থরা এসেও রশিদকে মাথা ঠাণ্ডা করে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, এর আগে আফগানিস্তান ক্রিকেটাররা এক হোটেলের কর্মীর সঙ্গে হাতাহাতি ও বচসায় জড়িয়ে পড়েছিলেন।

Bangladesh Rashid Khan Cricket World Cup
Advertisment