Advertisment

রেস্তোরাঁয় গিয়ে মারামারি ক্রিকেটারদের, বিশ্বকাপের মাঝেই আসরে পুলিশ

ICC Cricket World Cup 2019: সংবাদমাধ্য়ম সূত্রের খবর, ১৮ জুন ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগের রাতে আকবরস নামের এক ভারতীয় রেস্তোরাঁয় ডিনার সারতে গিয়েছিলেন ৮ আফগান ক্রিকেটার।

author-image
IE Bangla Web Desk
New Update
Shikhar Dhawan with two afgan cricketers

আইপিএলে খেলার সময়ে রশিদদের সঙ্গে ধাওয়ান (টুইটার)

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগের রাতে রেস্তোরাঁয় হুকা খেয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। সেই ঘটনা ভাইরাল হয়ে গিয়েছে। সমর্থকরা পাক ক্রিকেটারদের বিরুদ্ধে ক্ষিপ্ত। ঝড় বয়ে চলেছে দেশে। সরফরাজ পর্যন্ত সতীর্থদের হুমকি দিতে বাধ্য হয়েছেন। ঘটনাচক্রে, সানিয়া মির্জা জড়িয়ে পড়ায় তাঁকেও রীতিমতো ট্রোলড হতে হচ্ছে।

Advertisment

এমন বিতর্কিত ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ফের একবার শিরোনামে আফগানিস্তানের ক্রিকেটাররা। প্রায় একই ধরণের ঘটনায় নাম জড়িয়েছে তাঁদের। তবে ঘটনার মাত্রা আরও বড়সড়। রেস্তোরাঁর কর্মীকে মারধোরের ঘটনায় এবার নাম জড়িয়ে গেল আফগান ক্রিকেটারদের। ভারতের বিরুদ্ধে বিশ্রীভাবে হার হজম করার পরেই যেমন সানিয়া সহ পাক ক্রিকেটারদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছিল। তেমনই ইংল্যান্ডের কাছে শোচনীয় হারের পরেই সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াল আফগান সমর্থকদের কুকীর্তি। যা নিয়ে বিশ্বকাপের মাঝেই তোলপাড়।

আরও পড়ুন

রাতে শোয়েবদের সঙ্গে সানিয়ার ‘কুকীর্তি’, ছবি ফাঁস হতেই বিস্ফোরণ সুন্দরীর

কী ঘটেছিল? সংবাদমাধ্য়ম সূত্রের খবর, ১৮ জুন ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগের রাতে আকবরস নামের এক ভারতীয় রেস্তোরাঁয় ডিনার সারতে গিয়েছিলেন ৮ আফগান ক্রিকেটার। এই হোটেলে-র বিখ্যাত আইটেম হল কড়াই গোস্ত! এর টানেই বহু উপমহাদেশীয় খাদ্যরসিক ছুটে আসেন ম্যাঞ্চেস্টারের এই হোটেলে। এখানেই খাওয়া দাওয়া সেরে বিতর্কে আফগান ক্রিকেটাররা। ডিনার সারতে রেস্তোরাঁয় আসায় কোনও কোনও দোষ নেই।

তবে সন্ধেতে এসে বেশ কয়েকঘণ্টা খোসমেজাজে কাটান মহম্মদ নবিরা। খানা পিনা সেরে রাত ১১ নাগাদ বেরোতে গিয়েই বিপত্তি। জানা গিয়েছে, হোটেলের এক কর্মী আফগান ক্রিকেটারদের রীতিমতো হুমকি দিয়ে জানতে চান, পরের দিন খেলা, এত রাত পর্যন্ত তাঁরা কী করছেন! পাশাপাশি তিনি জানিয়ে দেন, তিনি আফগান ক্রিকেটারদের ভিডিও করেছেন। এবং সময় মতো সোশ্যাল মিডিয়াতেও জানিয়ে দেবেন।

এমনটা শুনেই নাকি উত্তেজিত হয়ে পড়েন আফগান ক্রিকেটাররা। হাতাহাতি করার মতো পরিস্থিতি তৈরি হয়। মহম্মদ নবি এই সময়ে সবথেকে আক্রমণাত্মক হয়ে পড়েছিলেন। তবে বাকি ক্রিকেটাররা শান্ত করেন তারকা স্পিনার-অলরাউন্ডারকে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছোয়। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। আফগানিস্তানি অধিনায়ক গুলাবদিন নায়েব অবশ্য পুরো ঘটনা বড় করে দেখতে নারাজ।

ICC Afganisthan Cricket World Cup
Advertisment