Advertisment

ICC Cricket World Cup 2019: প্রথম ম্যাচে নামার আগেই ধাক্কা অস্ট্রেলিয়ার, একনম্বর তারকা হয়তো নেই

বুধবার অনুশীলনে ওয়ার্নারকে দেখা গেলেও ফিল্ডিং করেননি তিনি। তাই ক্রিকেটপ্রেমীদের সংশয় বেড়েছে, আদৌ ওয়ার্নার খেলতে পারবেন তো! অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে বলা হচ্ছে, টিম ম্যানেজমেন্ট ওয়ার্নারের জন্য মোটেই উদ্বিগ্ন নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Australia Nets Session

ডেভিড ওয়ার্নার অনুশীলনে (টুইটার)

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া। শনিবার রশিদ খানদের বিপক্ষে নামার আগেই দুঃসংবাদ অজি শিবিরে। প্রথম ম্যাচে না-ও খেলতে পারেন ডেভিড ওয়ার্নার। ফিটনেস সমস্যায় ভুগছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার পরে বিশ্বকাপেই জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনে মুখিয়ে তিনি। মাঝে আইপিএলে নিজের জাত চিনিয়ে এসেছেন।

Advertisment

তবে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনে বাধা হয়ে দাঁড়াচ্ছে পায়ের চোট। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার দাবি, আফগানিস্তানের বিরুদ্ধে দেখা যাবে তারকা ওপেনারকে। থাইয়ের পেশিতে চোট পুরোপুরি সেরে ওঠেনি, সেই কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি ওয়ার্নার।

আরও পড়ুন

তিন মাসের জন্য নিষিদ্ধ কেকেআরের তারকা ক্রিকেটার, বাঁচলেন পাঠান

বুধবার অনুশীলনে ওয়ার্নারকে দেখা গেলেও ফিল্ডিং করেননি তিনি। তাই ক্রিকেটপ্রেমীদের সংশয় বেড়েছে, আদৌ ওয়ার্নার খেলতে পারবেন তো! অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে বলা হচ্ছে, টিম ম্যানেজমেন্ট ওয়ার্নারের জন্য মোটেই উদ্বিগ্ন নয়। কোচ ল্যাঙ্গার জানিয়েছেন, "ওয়ার্নার খেলতে মরিয়া। স্কোয়াডের ১৫জনের মতোই মাঠে নামার জন্য ছটফট করছে। বুধবারে ওঁর পায়ে একটা সমস্যা ছিল। ডান পায়ের পেশিতেই টান লেগেছে। দেখা যাক, আগামীকাল সকালে পরিস্থিতি কেমন থাকে!"

ওয়ার্নারের জন্য ম্যাচের আগে ২৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে রাজি টিম ম্যানেজমেন্ট। একথাই জানিয়েছেন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। ব্রিস্টলে একান্তই ওয়ার্নার খেলতে না পারলে, পরিবর্ত হিসেবে উসমান খোয়াজাকে ধরে রাখা হচ্ছে। খোয়াজা দলের ভরসা জুগিয়ে প্রস্তুতি ম্যাচে রান-ও পেয়েছেন।

সবমিলিয়ে মুখে প্রকাশ না করলেও ওয়ার্নারের জন্য অজি শিবিরে যে চোরা আশঙ্কার স্রোত রয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Advertisment