ভারত, বাংলাদেশ ম্যাচ এখনও ঢের বাকি! তবে তাঁর আগেই যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন স্বয়ং সাকিব। বলে দিয়েছেন, ভারতকে হারাতে তাঁরা প্রস্তুত। শুধু বাংলাদেশিরাই নন, ভারতের হার দেখতে মুখিয়ে রয়েছেন এক ভারতীয়ও। অবশ্য আম ভারতীয় নন। তাঁর জার্সিতে লেখা রয়েছে প্রাক্তন জাতীয় ক্রিকেটারের তকমাও। সুনীল যোশী আপাতত ভারতকে হারানোর সেরা বাজি বাংলাদেশে।
বাংলাদেশের স্পিন কোচ ভারতকে হারানোর বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। সংবাদমাধ্যমে যোশী বলে দিয়েছেন, "ভারতের মতো আমাদেরও কোয়ালিটি স্পিনার রয়েছে। ক্রিকেটারদের বোঝাচ্ছি, ভারতীয় আর বাংলাদেশি বোলারদের মোকাবিলা করা একই বিষয়। ভাবতে হবে ক্রিকেট মাত্র ১ বলের খেলা।" ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে ৬৯টি ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে যোশীর। উইকেট সংখ্যাও ৬৯। তিনি নিজের ছাত্রদের নিয়ে বেশ আশাবাদী। বলছিলেন, সাদা বলের ক্রিকেটে আমরা এখানেই নিজেদের কার্যকারিতা আগে প্রমাণ করেছি। আয়ারল্যান্ডেও জিতেছি। ওয়েস্ট ইন্ডিজকে ওদের দেশে এবং অন্যত্র হারিয়েছি। শেষ তিন বছরে ভারতকে তিনবার হারানোর মতো পরিস্থিতিও তৈরি করেছিলাম। ভুললে চলবে না।"
বাংলাদেশের কোচ সুনীল যোশী (টুইটার)
প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে শোচনীয়ভাবে বাংলাদেশকে হারতে হয়েছিল। তবে এটাকে শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবেই দেখছেন তিনি। এজবাস্টনে ম্যাচের আগে যোশী জানাচ্ছেন, "প্রতিটি দলেরই শক্তির পাশাপাশি দুর্বলতাও রয়েছে। ভারতের বিরুদ্ধে খেলার আগে ওদের কাছে থেকে পর্যবেক্ষণ করেছি। কোথায় বল রাখতে হবে, সেই বিষয়ে অনেকটাই আমাদের ধারনা পরিষ্কার।"
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতকে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করতে হচ্ছে বৃহস্পতিবার। সেই ম্যাচ জিতলেই সেমিতে উঠে যাবে ভারত।