শিখর ধাওয়ান চোটের কারণে আপাতত বাইরে। চোট পাওয়ার তালিকায় যুক্ত হল আরও একটি নাম ভুবনেশ্বর কুমার। পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ জয়ের মধ্যেই একটাই খারাপ খবর। ভুবনেশ্বর কুমারের চোট। বিরাট কোহলি বলে দিয়েছেন, আপাতত বেশ কিছুদিন প্রথম একাদশের বাইরে।
পাকিস্তান বল করার সময়ে পঞ্চম ওভারেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যান ভুবনেশ্বর। পরিবর্ত হিসেবে দীনেশ কার্তিক ফিল্ডিং করতে নামেন। ভুবনেশ্বর নিজের ২.৪ ওভারে মোট ৮ রান দেন পাকিস্তানের বিরুদ্ধে। ভুবনেশ্বরের অভাব অবশ্য বুঝতে দেননি বিজয়শঙ্কর। গুরুত্বপূর্ণ সময়ে জোড়া উইকেট নিয়ে তিনি বিশ্বকাপ-অভিষেকেই বাজিমাত করে যান।
ভুবিকে নিয়ে ভারতীয় সমর্থকদের কৌতূহল রয়েছে। ম্যাচের পরে ভুবনেশ্বর কুমারকে নিয়ে কোহলি সাংবাদিক সম্মেলনে সমর্থকদের আশ্বস্ত করে বলেন, "ভুবনেশ্বর হালকা চোট পেয়েছে। বোলিং করার ফুটমার্কে পিছলে গিয়েছিল। আগামী দুটো থেকে তিনটে ম্যাচে খেলতে পারবেনা ভুবি। পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভুবি খেলবে" এর অর্থ, চলতি মাসে ২২ ও ২৭ তারিখে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে খেলতে পারবেন না তারকা পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০ তারিখের ম্যাচে খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
টিম ইন্ডিয়া ভুবনেশ্বরকে নিয়ে অহেতুক উদ্বিগ্নও নয়। ভুবির বদলে আগামী কয়েকটি ম্যাচে মহম্মদ সামিকে প্রথম একাদশে দেখা যাবে। শিখর ধাওয়ানের চোট নিয়ে এখনও আতান্তরে ভারত। ধাওয়ান চলতি বিশ্বকাপে খেলতে না-ও পারেন, এমন সম্ভবনার কথা ভেবেই স্ট্যান্ড বাই হিসেবে ঋষভ পন্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভুবনেশ্বরকে নিয়ে অবশ্য সেই দুঃশ্চিন্তা নেই। তাই আপাতত কোনও স্ট্যান্ড বাই হিসেবে কাউকে ডাকা হয়নি। এমনটাই বলছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।