ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ব্যাটে-বলে বাইশ গজ মাতাবেন ধোনি-রাবাদা-ওয়ার্নাররা। সমস্ত বিশেষজ্ঞরাই বিশ্বকাপের আগে সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম ভবিষ্যতবাণী করে ফেলছেন। অধিকাংশই বলছেন, ভারত, পাকিস্তান অথবা ইংল্যান্ডের নাম। তবে উইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি জানালেন, ক্যারিবিয়ানরাই চ্যাম্পিয়ন হবে। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়ে ড্যারেন স্যামি আবার টেনে এনেছেন বাইবেলের প্রসঙ্গ।
আরও পড়ুন
যা শুনে অনেকেরই চক্ষু চড়কগাছ। স্যামি-র যুক্তি কী? নিজেকে বাইবেল-বিশ্বাসী জানিয়ে স্যামি বলেছেন, বাইবেলে ৪০ সংখ্যা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। তাই উইন্ডিজই এবারের চ্যাম্পিয়ন। কীভাবে ৪০ সংখ্যার সঙ্গে জড়িয়ে স্যামি-ব্রেথওয়েটরা? তিনি খোলসা করে জানিয়েছেন, "৪০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতেছে। আমি বাইবেলে বিশ্বাস রাখা একজন মানুষ। আপনারা দেখবেন, পবিত্র এই গ্রন্থে ৪০ সংখ্যাটি বার বার আসে…। আমার মনে হয়, এই কারণেই আমরা এবার বিশ্বকাপ জিতব।" প্রসঙ্গত, ১৯৭৯ সালে শেষবার ভিভ রিচার্ডসরা বিশ্বকাপ জেতেন। তারপরে আর ট্রফি যায়নি দ্বীপপুঞ্জে। ১৯৯৬ সালে মাঝে একবার সেমিফাইনালে পৌঁছলেও, সাফল্য অধরাই।
যাইহোক, আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রিভিউ শো-এ স্যামি জানিয়েছেন, "আমার কেন জানি না মনে হচ্ছে, আমরাই এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব। ইউনিভার্সাল বস ক্রিস গেইল অবসর নিতে চলেছে। শেষ বিশ্বকাপ মাতিয়ে দিতে চাইবে।"
দলের শক্তি-সামর্থ্যের প্রসঙ্গে স্যামি বলছেন, "আমাদের দলের ব্যাটিং লাইন আপ বেশ ভাল। তবে বোলারদের আরও দায়িত্ব নিতে হবে।" স্যামি এমন আশার কথা শোনালেও সাম্প্রতিক পরারফরম্যান্স কিন্তু মোটেও ভাল নয়। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডে বাংলাদেশের কাছে প্রতিটি ম্যাচে হারতে হয়েছে তাঁদের। গেইলদের প্রথম ম্যাচ ৩১ মে পাকিস্তানের বিরুদ্ধে।