Advertisment

ওয়ার্নারের সপাটে শট, মাটিতেই লুটিয়ে পড়লেন বোলার, ভারত ম্যাচের আগেই দুর্ঘটনা

ICC Cricket World Cup 2019: অনুশীলন বন্ধ করে রীতিমতো শ্রুশুষা চলতে থাকে সেই বোলারের। ফিল হিউজেস আতঙ্ক এখনও অস্ট্রেলিয়া শিবিরে রয়েছে। তার মধ্যেই এমন ঘটনায় রীতমতো ত্রাসের সঞ্চার ঘটে।

author-image
IE Bangla Web Desk
New Update
australia_759

ওয়ার্নারের শটে মাটিতে লুটিয়ে পড়লেন বোলার (টুইটার)

ভারতের বিরুদ্ধে খেলতে নামছেন, ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগেই ডেভিড ওয়ার্নার বোলারকে হাসপাতালে পাঠিয়ে বুঝিয়ে দিলেন, কোনও ক্ষমা থাকবে না ভারতীয় বন্ধুদের জন্য। ভারত-ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি সারছিল অস্ট্রেলিয়া। অনুশীলনে ব্যাট করছিলেন ওয়ার্নার। সেইসময়েই ওয়ার্নার কার্যত আহত করেন বোলারকে। সবমিলিয়ে ওয়ার্নার বিধ্বংসী মেজাজে বুঝিয়ে দিচ্ছেন, ভারতীয় বন্ধুদের জন্য কোনও ক্ষমা থাকছে না তাঁর ব্যাটে!

Advertisment

আফগানিস্তানের বিরুদ্ধে রান পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট কথা বলেনি ওয়ার্নারের। তাই ভারতের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে একটু বেশি-ই গা ঘামাচ্ছিলেন তিনি। তা করতেই গিয়েই দুর্ঘটনা। এক নেট বোলারের হাফভলি পেয়ে সজোরে হাকিয়েছিলেন তিনি। সেই বল সরাসরি আঘাত করে সেই বোলারের মাথায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন প্রেমিকার সামনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, বিশ্বকাপের মাঝেই খারাপ খবর

অনুশীলন বন্ধ করে রীতিমতো শ্রুশুষা চলতে থাকে সেই বোলারের। ফিল হিউজেস আতঙ্ক এখনও অস্ট্রেলিয়া শিবিরে রয়েছে। তার মধ্যেই এমন ঘটনায় রীতমতো ত্রাসের সঞ্চার ঘটে। আতঙ্ক জড়িয়ে ধরে ওয়ার্নারকেও। প্রায় মিনিট পনেরো ট্রিটমেন্ট চালানোর পরে সংশ্লিষ্ট বোলারকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। পরে স্ক্যান করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অস্ট্রেলিয়ার টিম সূত্রে জানানো হয়েছে, স্থানীয় নেট বোলারকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মাথায় সরাসরি আঘাত লাগার ফলে অন্য কোনও সমস্যা তৈরি হয়েছিল কিনা, তা-ও দেখা হয়। তবে স্ক্যান রিপোর্টে আপাতত কিছু পাওয়া যায়নি। জানা গিয়েছে, সবথেকে বেশি শকড হয়েছেন স্বয়ং ওয়ার্নার। যদিও টিমমেটরা তাঁকে অভয় দিচ্ছেন। মানসিকভাবে চাঙ্গা রাখছেন।

Cricket Australia Australia David Warner Cricket World Cup
Advertisment