Advertisment

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ফের বল বিকৃতির অভিযোগ, চাপে অজি তারকা

ICC Cricket World Cup 2019: ম্যাচ চলাকালীন কিছু ফুটেজে দেখা গিয়েছে, প্রতিবার বল করার আগে পকেটে হাত ঢোকাচ্ছেন জাম্পা। যাতে সন্দেহ আরও দৃঢ় হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
zampa-smith-759

অধিনায়কের সঙ্গে অ্যাডাম জাম্পা (টুইটার)

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের নিষ্পত্তি আগেই হয়ে গিয়েছে। ভারত সেখানে সসম্মানে শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ৩৬ রানে দ্বিতীয় ম্যাচ জিতে কোহলিরা নিঃশব্দে বার্তা দিয়েছেন, তারা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতেই এসেছেন। তবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শেষ হতেই অন্য এক বিতর্ক শুরু! তা হল, অস্ট্রেলিয়া কী ভারতের বিরুদ্ধে ফের বল বিকৃতি করেছেন! এবার প্রশ্নের মুখে স্বয়ং অ্যাডাম জাম্পা।

Advertisment

ম্যাচ চলাকালীন কিছু ফুটেজে দেখা গিয়েছে, প্রতিবার বল করার আগে পকেটে হাত ঢোকাচ্ছেন জাম্পা। যাতে সন্দেহ আরও দৃঢ় হয়েছে। ঠিক বছর খানেক আগেই এমনটাই করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট! ভারত সরকারিভাবে কোনও অভিযোগ জানায়নি। তবে নেটদুনিয়ায় সন্দেহ অজি স্পিনার নিশ্চয় বল বিকৃতির চেষ্টা করেছেন।

আরও পড়ুন সাকিবরা ধ্বংস, আম্পায়ারও মাটিতে আছড়ালেন! মজার মুহূর্ত বাংলাদেশ ম্যাচেই

দক্ষিণ আফ্রিকার সেই ম্যাচের সঙ্গে ভারত ম্য়াচের অবিশ্বাস্য মিল খুঁজে পেয়েছে নেটিজেনরা। ডুপ্লেসিসদের বিপক্ষে যেভাবে বারবার বল লুকিয়ে ফেলছিলেন অজিরা, ভারত ম্যাচেও একই চিত্র। জাম্পাকেও দেখা গিয়েছে, পকেটে বল ঢোকাতে। পকেট থেকে বল বের করে আবার বলটিকে ভালভাবে ঘষতেও দেখা যাচ্ছিল তাঁকে। আর এতেই সন্দেহের উদ্রেক।

জাম্পার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরেই আসরে নামতে হয় অস্ট্রেলিয়াকে। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবশ্য বলছেন হ্য়ান্ড ওয়ার্মারের কথা। ইংল্যান্ডের তাপমাত্রা বর্তমানে ১০ ডিগ্রির আশেপাশে। ফিঞ্চ বলছেন, জাম্পা হ্যান্ড ওয়ার্মার নিয়েই বল করছিল।

প্রসঙ্গত, শীতপ্রধান দেশের ক্রিকেটে হ্যান্ড ওয়ার্মার্স ভীষণই প্রয়োজনীয় এক জিনিস। প্রচণ্ড শীতে বারবার হাত জমে যাওয়ার ফলে স্পিনারদের বল করতে সমস্যা হয়। তাই এমন হ্যান্ড ওয়ার্মার্স নিয়ে অনেকেই মাঠে নামেন।

Ball tampering Cricket Australia ICC Cricket World Cup
Advertisment