প্রথম ম্যাচেই লজ্জাজনক হার হজম করতে হয়েছে। ফেভারিটের তকমা থেকে একেবারে সমালোচনার আগুনে ছুড়ে ফেলা হয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা তো বটেই বাকি ক্রিকেট বিশ্বের তরফেই রীতিমতো সমালোচিত হচ্ছেন সরফরাজরা। পারফরম্যান্স তো বটেই বাকিংহ্যাম প্যালেসে ট্র্যাডিশনাল পোশাক পরে যাওয়ার কারণে তো ট্রোলড হয়েছেন পাক নেতা সরফরাজ। তারপরে শোয়েব আখতার-ও মোটা বলে কটাক্ষ করেছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়া ক্রিকেটারদের তালিকায় নাম লেখালেন পাক ওপেনার ফকর জামানও। তাঁকে নিয়ে এক সমর্থক সরাসরি পকোড়া আনতে বলে দিয়েছেন, মাঠের মধ্যেই। যা নিয়ে তুমুল হাসি-ঠাট্টা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন একটা ম্যাচ জিতেই লাগামছাড়া আবেগ! সীমা ছাড়িয়ে ম্যাককালামকে কুৎসিৎ আক্রমণ বাংলাদেশিদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে ফকর জামান-ই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৫ রানে অলআউট হয়ে যাওয়ার মধ্যে সরফরাজ করেছিলেন ২২ রান। তবে দলের এমন হতশ্রী পারফরম্যান্স মেনে নিতে পারেননি পাক সমর্থকরা। ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই দলের তারকাকে নিয়ে মজা করেন তাঁরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে রীতিমতো তা ভাইরাল।
ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৬ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময়েই পাকিস্তানি ক্রিকেটাররা সমর্থকদের হতাশার সামনে পড়ে যান। হতাশা থেকেই হয়তো নিজের দলের ক্রিকেটারদের ট্রোল করা শুরু করেন পাক-ফ্যানরা। কোনও ক্রিকেটার বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে দাঁড়ালেই সংশ্লিষ্ট ক্রিকেটারের নাম ধরে চিৎকার শুরু করছিলেন সমর্থকরা। সেই সঙ্গে ভেসে আসছিল মজাদার মন্তব্যও। তেমন ঘটনারই সাক্ষী থাকলেন ফখর জামান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ফখর জামান যখন বাউন্ডারির ধারে ফিল্ডিং করতে এলেন, তখন স্টেডিয়াম থেকে এক সমর্থক বলতে থাকেন, “ফখর ভাই, বিশ রুপে কি পকোরে লানা!” এমন বলার সঙ্গে সঙ্গেই হাসিতে ফেটে পড়েন বাকিরা।
Crowd Banter is undefeated. #CWC19 pic.twitter.com/ixAuwca4OV
— Good Kid Mad World (@mehan_jr) June 2, 2019
সোমবারেই আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছেন পাকিস্তানি ক্রিকেটাররা। সেই ম্যাচ জিতে কী সমর্থকদের জবাব দেবেন তাঁরা, সেটাই দেখার।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
দেশনায়ককে শ্রদ্ধার্ঘ্য কেন্দ্রের, হাওড়া-কালকা মেল এখন থেকে 'নেতাজি এক্সপ্রেস'
বিরাটকে সরিয়ে রাহানেকেই টেস্ট নেতা করা হোক, বিতর্ক উসকে বললেন সুপারস্টার
দীর্ঘদিন 'নিরুদ্দেশ' থাকার পর ফের প্রকাশ্যে চিনা ধনকুবের জ্যাক মা
"দালালি বন্ধ করুন!", কাঁথি থানায় ঢুকে আইসিকে ধমক তৃণমূল নেতার
'গো-মাংস' ইস্যুতে দেবলীনার বিরুদ্ধে বিজেপির FIR, স্বামী তথাগতর হুঁশিয়ারি 'কোর্টে দেখা হবে'
'রাস্তায় নেমে ভাম-রাজনীতি করলে, চাটনি করে দেব', শ্রীলেখাকে হুমকি! পালটা দিলেন অভিনেত্রী
মুখ্যমন্ত্রীকে 'অপমান'! সায়নী ঘোষের পুরনো ভিডিও পোস্ট করে মমতাকে 'খোঁচা' তথাগতর
'দলের লোকেরাই ভোটে হারানোর চেষ্টা করছে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক
স্মিথ, মালিঙ্গাকে ছেড়ে দিল রাজস্থান, মুম্বই! কেকেআর দলেও চমক