Advertisment

সেমিফাইনালে পরিবর্তন ভারতীয় দলের একাদশে, জেনে নিন কারা বাদ পড়ছেন

ICC Cricket World Cup 2019: বিশ্বকাপের সেমিফাইনালে ইন্দো-কিউয়ি দ্বৈরথ। সেই ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ জেনে নিন। বোলিং লাইন আপে থাকছে পরিবর্তন।

author-image
IE Bangla Web Desk
New Update
team india

কোহলিদের নতুন ফিটনেস কোচ সোহম দেশাই (টুইটার)

লিগ পর্বে খেলা হয়নি। বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল ম্যাচ। এবার সেমিফাইনালে যুযুধান দুই দল। ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালের দ্বৈরথ ঘিরে এখন থেকেই বিশ্বকাপের উত্তাপ চড়ছে। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে এই ম্যাচেও। কিন্তু বৃষ্টি বাদ দিলে দুই দলই জিততে মরিয়া।

Advertisment

দেখে নেওয়া যাক, সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় দল।

ওপেনিংঃ ওপেনিংয়ে লোকেশ রাহুল এবং রোহিত শর্মা জুটি সুপারহিট। দূরতম কল্পনাতেও এই পার্টনারশিপ ভাঙার সম্ভবনা নেই। শিখর ধাওয়ান চোটের কারণে ছিটকে যাওয়ার পরে সাময়িকভাবে টিম ইন্ডিয়ার অন্দরমহলে অস্বস্তি তৈরি হলেও রাহুল একা সামলে দিয়েছেন পরিস্থিতি। পুরোপুরি বিকল্প হয়ে উঠতে না পারলেও লোকেশ রাহুলের ব্যাটে ভরসা পেয়েছে দেশ।

আরও পড়ুন বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড ম্য়াচ ভেস্তে গেলে ফাইনালে কারা, জানুন অঙ্ক

মিডল অর্ডারঃ মিডল অর্ডার অপরিবর্তিত থাকার সম্ভবনা। তিনে বিরাট, চারে ঋষভ। তারপরে দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া। ধোনির ব্যাটিং অর্ডার বদলানোর বিষয়ে অনেক লেখালেখি হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে হঠাৎ করে ধোনির উপরের দিকে ব্যাটিং করার সম্ভবনা কম। সেরকম পরিস্থিতি হলে, দীনেশ কার্তিককে চারে ঠেলে দেওয়া হতে পারে। তবে সবকিছুই পরিস্থিতির উপরে নির্ভর করছে।

বোলিংঃ ব্যাটিংয়ে নয়। ভারতীয় বোলিংয়েই বদলের সম্ভবনা রয়েছে। প্রশ্ন একটাই। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে এক স্পিনার নাকি দুই স্পিনার। দুই পেসার হলেও দেখার বুমরার সঙ্গী হয় কে! ভুবনেশ্বর কুমার নাকি মহম্মদ শামি। শ্রীলঙ্কা ম্যাচে মহম্মদ শামিকে বসিয়ে রাখা হলেও সেমিফাইনালে কিন্তু শামির পক্ষে পাল্লা ভারি। এদিকে দুই স্পিনার হলে আবার বাদ পড়তে পারেন কুলদীপ যাদব। বিশ্বকাপে সেভাবে দাগ কাটতে পারছেন না তরুণ স্পিনার। শ্রীলঙ্কা ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন রবীন্দ্র জাদেজা। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন কুলদীপ যাদব। তবে প্রথম একাদশে যুজবেন্দ্র চাহালকে দেখার সম্ভবনা বেশি। ভেজা আবহাওয়ায় তিন পেসারকেই প্রথম একাদশে রাখার সম্ভবনা রয়েছে।

সম্ভাব্য ভারতীয় একাদশ- লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা

Cricket World Cup
Advertisment