Advertisment

শ্রীলঙ্কার বিপক্ষে নেই দলের একনম্বর তারকা, ফের চোটের আশঙ্কা

ICC Cricket World Cup 2019: পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে সম্ভবত জসপ্রীত বুমরাকে বাইরে রেখে দল সাজাতে পারে টিম ইন্ডিয়া। যাতে সেমিফাইনালে আরও তরতাজা হয়ে খেলতে নামতে পারেন দলের একনম্বর পেসার।

author-image
IE Bangla Web Desk
New Update
team india

ম্যাঞ্চেস্টারেই থাকতে হবে বুমরাদের (ফেসবুক)

নামে নিয়মরক্ষা। তবে লিডসে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে নিয়মরক্ষার ম্যাচ হিসেবে মোটেই দেখছে না ভারত। মিডল অর্ডার নিয়ে টুর্নামেন্টে বারেবারেই বিব্রত হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তাই মাঝের ব্যাটসম্যানরা সেমিফাইনালে খেলতে নামার আগে কেমন পারফর্ম করেন, সেই দিকেই তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। সেমিফাইনালের প্রস্তুতি ম্যাচ হিসেবেও দেখছে ভারত। ভারত শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাছে হারলে কোহলিরা শীর্ষস্থানে থেকেই শেষ চারে উঠবেন। সেক্ষেত্রে তিন নম্বরে থাকা ইংল্যান্ড নয়, বরং চারনম্বরে শেষ করা একটু সহজতর প্রতিপক্ষ কিউয়িদের মোকাবিলা করতে হতে পারে ভারতকে।

Advertisment

এমনই পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে সম্ভবত জসপ্রীত বুমরাকে বাইরে রেখে দল সাজাতে পারে টিম ইন্ডিয়া। যাতে সেমিফাইনালে আরও তরতাজা হয়ে খেলতে নামতে পারেন দলের একনম্বর পেসার। আইপিএল থেকে টানা খেলে চলেছেন তিনি। বিশ্বকাপেও দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন বুম বুম বুমরা। বিশ্বকাপে প্রাপ্ত উইকেট সংখ্যা হলেও দলের প্রধান স্ট্রাইক বোলার এখন বুমরাই। ম্যাচের শুরু ও শেষে বুমরার বলই পার্থক্য় গড়ে দিচ্ছে অধিকাংশ ম্যাচে। বাংলাদেশ ম্যাচেও সেই দৃশ্য দেখা গিয়েছে।

আরও পড়ুন শ্রীলঙ্কা ম্যাচের আগেই বিস্ফোরণ ধোনির! অবসর নিয়ে তুলোধোনা সমালোচকদের

যাইহোক, ঘটনা বাংলাদেশের বিপক্ষেই। বাংলাদেশ যখন এজবাস্টনে ভারতের তিনশোর উপরে রান তাড়া করছিল, সেই সময়ে ৩৬তম ওভারে ব্যাটিং করছিলেন শাকিব ও সাব্বির রহমান। হার্দিক পাণ্ডিয়ার সেই ওভারের প্রথম বলেই হার্দিক পাণ্ডিয়া বাউন্ডারি হাকিয়েছিলেন। সেই বল বাউন্ডারি লাইনের ধারে আটকানোর মরিয়া প্রচেষ্টা করেছিলেন বুমরা। যদিও সেই বল তিনি রুখতে পারেননি। ঝাঁপানোর পরে সামান্য সমস্যায় পড়ে গিয়েছিলেন তিনি।

মাঠ ছেড়ে শ্রুশ্রুষা নেওয়ার জন্য চার ওভার বাইরে বেরিয়ে গিয়েছিলেন তিনি। যদিও পরে নেমে বাংলাদেশের লোয়ার অর্ডার একাই মুড়িয়ে দেন। তবে সমস্যা রয়েই গিয়েছে। এমনিতেই চোট আঘাতে বেশ বিপাকে ভারত। শিখর ধাওয়ান ছিটকে গিয়েছেন। কিছুদিন আগেই সেই তালিকায় নাম লিখিয়েছেন বিজয়শঙ্করকে। তবে সেমিফাইনালের আগে কোনও ঝুঁকি নিতে রাজি নন কোহলিরা। তাই বুমরাকে বিশ্রামে রেখেই সম্ভবত নামছেন কোহলিরা। বদলে খেলানো হতে পারে রবীন্দ্র জাদেজাকে।

Ravindra Jadeja Cricket World Cup
Advertisment