ধরা হচ্ছিল, শেষ মুহূর্তে হয়তো ভাগ্যদেবী সহায় হবেন ঋষভ পন্থের উপরে। কারণ চোট পাওয়া কেদার যাদবের জায়গায় তারকা অলরাউন্ডার ব্যাটসম্যানের অন্তর্ভূক্তির দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। তবে শনিবারে স্বপ্নভঙ্গ ঋষভের। কারণ বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, কেদার যাদব পুরোপুরি ফিট। জাতীয় দলের অন্যান্য সদস্যদের সঙ্গেই ২২মে লন্ডনগামী বিমানে উঠবেন তিনি।
আরও পড়ুন
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডিপে ফিল্ডিং করার সময়ে বাঁ কাঁধে চোট পান তারকা। তারপর আর মাঠে ফেরেননি। কেদারের চোট নিয়ে ধোঁয়াশা ছিল। বলা হচ্ছিল, একান্তই কেদার ফিট না হয়ে উঠলে বিকল্প ক্রিকেটার হিসেবে আম্বাতি রায়ডু, ঋষভ পন্থের নাম ভাবনায় রয়েছে নির্বাচকদের।
এমনিতে আইসিসি-র নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াডে বদল আনতে হলে ২৩ তারিখের মধ্যেই তা সম্পন্ন করতে হবে। সেই নিয়ম মেনেই কেদার যাদবের জন্য চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে রাজি ছিল ম্যানেজমেন্ট। তবে তার আগেই কেদারকে ফিট ঘোষণা করে দিলেন নির্বাচকরা।
দু-দিন আগেই সর্বভারতীয় মিডিয়ায় জানা গিয়েছিল, গ্রেড ওয়ানের ট্রমা ইনজুরি রয়েছে কেদারের। তাই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ সমেত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে থাকবেন না। তবে সূত্রের খবর, দলের ফিজিও প্যাট্রিক ফারহাতের সঙ্গে মুম্বইয়ে গত সপ্তাহ থেকেই এক পাঁচতারা হোটেলে অস্থায়ী ঠিকানা বানিয়েছিলেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বেশ কয়েকটি প্র্যাকটিস সেশনের ব্যবস্থা করেছিলেন ফারহাত। সেখানেই কেদারের ফিটনেস দেখে সন্তুষ্ট তিনি।