বিশ্বকাপের আগেই সমস্য়ায় জর্জরিত ভারত। চোটে আক্রান্ত কেদার যাদব। আইপিএলে খেলার সময়েই চোট পেয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপের শুরুর দিকে কেদারকে বাদ দিয়েই সম্ভবত নামতে হবে ভারতকে। অন্তত, টিম ইন্ডিয়া সূত্রে এমনটাই জানানো হচ্ছে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে খেলতে পারবেন না কেদার যাদব।
গত রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডিপে ফিল্ডিং করার সময়ে বাঁ কাঁধে চোট পান তারকা। তারপর আর মাঠে ফেরেননি। কেদারের চোট নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। এমনিতে আইসিসি-র নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াডে বদল আনতে হলে ২৩ তারিখের মধ্যেই তা সম্পন্ন করতে হবে। সেই নিয়ম মেনেই কেদার যাদবের জন্য চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে চায় ম্যানেজমেন্ট।
বিকল্প হিসেবে ঋষভ পন্থ, আম্বাতি রায়ডু-র নামও রয়েছে নির্বাচকদের বুকে। তবে আপাতত কেদারেই ফোকাস করতেই চাইছে টিম ম্যানেজমেন্ট। রবি শাস্ত্রী কিছুদিন আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন তারকা। তবে সর্বশেষ আপডেট অনুযায়ী, কেদার যাদবের গ্রেড ওয়ানের ট্রমা ইনজুরি রয়েছে। বিশ্বকাপের আগে তো বটেই, বিশ্বকাপের শুরুর দিকেও নাকি কেদার যাদবকে পাওয়া যাবে না। জানা গিয়েছে, টিমের ফিজিও প্যাট্রিক ফারহাত ম্যানেজমেন্টকে জানিয়েছেন, দ্বিতীয় ম্যাচ থেকে কেদারকে নিয়ে ভাবনা চিন্তা করা হোক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ তো বটেই, তার আগে নিউজিল্যান্ড (২৫ মে) ও বাংলাদেশের (২৮ মে) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও খেলতে পারবেন না তিনি। এই সময়ের মধ্যে পুরোপুরি ফিট না হলে, কেদারকে বাদ রেখেই নতুন কাউকে অন্তর্ভূক্ত করবে টিম ম্যানেজমেন্ট। এত ধোঁয়াশা সত্ত্বেও বিসিসিআইয়ের তরফে অবশ্য কোনও সরকারিভাবে বিবৃতি দেওয়া হয়নি।