প্রথমে ইংল্যান্ড। তারপরে বাংলাদেশ। জোড়া হার দিয়ে টুর্নামেন্টে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ৫ তারিখে ভারত ম্যাচের আগেই আরও বড় দুসংবাদ পেল প্রোটিয়াজরা। দলের অন্যতম তারকা পেসার লুঙ্গি এনগিডি চোট পেয়ে মাঠের বাইরে। কমপক্ষে দশ দিন মাঠের বাইরে থাকতে হবে তারকা পেসারকে। এর ফলে কোনওভাবেই ভারতের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না তিনি। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন তিনি। বল করার সময়েই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। বাংলাদেশের বিরুদ্ধে এনগিডিকে দিয়েই বোলিং আক্রমণ সূচনা করেছিলেন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। তবে চার ওভারের বেশি হাত ঘোরাতে পারেননি তিনি। ম্যাচের সপ্তম ওভারেই তারপরেই মাঠ ছাড়তে হয় তাঁকে।
আরও পড়ুন মাঠের মধ্যেই পকোড়া বিক্রি করছেন পাক তারকা ক্রিকেটার! ভাইরাল ভিডিওয় চর্চা তুঙ্গে
পরে পরিচর্যা করিয়েও আর মাঠে নামা সম্ভব হয়ে ওঠেনি। তারকা পেসারের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মুসাজি জানান, হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় আর বল করানো হয়নি এনগিডিকে। সোমবারেই এনডিগি-র চোটগ্রস্ত স্থানে স্ক্যান করানো হবে। দক্ষিণ আফ্রিকা দলের সূত্রে জানা যাচ্ছে, আপাতত সাত থেকে দশ দিন দলের স্পিডস্টারকে ছাড়াই বিকল্প পরিকল্পনা করতে হচ্ছে তাঁদের। সম্ভবত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ তারিখে খেলানোর চেষ্টা করা হচ্ছে তাঁকে।
চোট পেয়ে সমস্যায় দক্ষিণ আফ্রিকার তারকা পেসার
খারাপ পারফরম্যান্সের সঙ্গে দলের সেরা পেসারদের চোট কপালে ভাঁজ ফেলেছে দক্ষিণ আফ্রিকান টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশ ম্যাচের পরে অধিনায়ক ডুপ্লেসিস বলে দিয়েছিলেন, এনগিডি-র চোট তাঁদের সমস্যায় ফেলে দিয়েছিল। টুর্নামেন্টে খেলতে নামার আগেই ডেল স্টেইন চোট পেয়েছেন। প্রথম দুটো ম্যাচে খেলতে পারেননি তিনি। ভারতের বিরুদ্ধেও তিনি সম্ভবত নেই। তবে ভারতের বিরুদ্ধে ফিরতে পারেন হাসিম আমলা। ইংল্যান্ড ম্যাচে জোফ্রা আর্চারের বাউন্সার আছড়ে পড়েছিল তাঁর হেলমেটে। তাই কোনও ঝুঁকি না নিয়ে বাংলাদেশ ম্যাচে বিশ্রামে পাঠানো হয়েছিল তারকা ওপেনারকে। যাইহোক, ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের মোকাবিলা দক্ষিণ আফ্রিকা দুর্বল বোলিং আক্রমণ নিয়ে কীভাবে করে, সেটাই আপাতত দেখার।