ভারত ম্যাচের হারের হ্যাং ওভার কেটেছে ৪৮ ঘণ্টা আগেই। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাকিস্তান শিবিরের গুমোট হাওয়া এখন অনেকটাই ফুরফুরে। অঙ্কের হিসেবে এখনও সেমিফাইনালে ওঠার আশা রয়েছে পাকিস্তানের। এমন সময়েই পাক কোচ মিকি আর্থারের বিস্ফোরক মন্তব্য। জানিয়ে দিলেন, ভারতের বিপক্ষে হারের পরে আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। ২০০৭ সালে বিশ্বকাপের সময়েই তৎকালীন পাক কোচ বব উলমারের রহস্যমৃত্য়ু ঘটেছিল। সেই মৃত্যুর কিনারা এখনও রহস্যাবৃত। এর মধ্যেই মিকি আর্থারের আত্মহত্যার চিন্তা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বক্রিকেটে।
আরও পড়ুন
ঘটনাচক্রে উলমারের মতো মিকি আর্থারও দক্ষিণ আফ্রিকার মানুষ। ফলে পাকিস্তানের কোচের এমনই বিতর্কিত মন্তব্যে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনিও কি পূর্বসূরির মতো প্রবল চাপের মধ্যে রয়েছেন? এই বিষয়ে স্পষ্ট করে না বলে মিকি আর্থার জানিয়েছেন, "একটা ম্যাচের হার হজম না করতেই আরও একটা ম্যাচে হার। বিশ্বকাপে প্রতিটি দলকে প্রচণ্ড চাপের মধ্যে খেলতে হয়। সংবাদমাধ্যম থেকে সমর্থক প্রত্যেকেই দলের কাছে প্রত্যাশা থাকে। এর মাঝে নিজেদের অস্তিত্ব বাঁচানোই কঠিন হয়ে পড়ে মাঝে মাঝে।" এর পরেই আর্থার জানিয়েছেন, ভারতের কাছে হারের পরে মানসিকভাবে একেবারেই বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল, আত্মহত্যা করি।
কোচ মিকি আর্থারের সঙ্গে সরফরাজ আহমেদ (টুইটার)
দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়ে টুর্নামেন্টে এখনও টিকে রয়েছে পাকিস্তান। সেই ডু অর ডাই ম্যাচের পরে মিকি আর্থার সাংবাদিক সম্মেলনে জানান, "একটা ভাল পারফরম্যান্স ক্রিকেটারদের মানসিকতা বদলে দেবে, সেটা জানতাম। প্রত্যেক ক্রিকেটারকে বলছিলামও, স্রেফ একটা ভাল ম্যাচ দরকার। ক্রিকেটাররা ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। মিডিয়া থেকে সাধারণ মানুষ তো বটেই সোশ্যাল মিডিয়াতেও আক্রান্ত হয়েছিল। কিন্তু একটা সপ্তাহের মধ্যে কী দারুণ বদলই না ঘটে গেল।'
মিকি আর্থার আশাবাদী, শেষ তিন ম্যাচে বাংলাদেশ, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেই শেষ চারে উঠবে পাকিস্তান।