মার্টিন গাপ্টিলের যে দুর্ধর্ষ থ্রো-য়ে ভারতের কফিনে শেষ পেরেক হয়ে দাঁড়ায়, সেটি নাকি বৈধ-ই নয়। অবৈধ থ্রো-তেই কিউয়ি সুপারস্টার আউট করেছিলেন ধোনি-কে। ম্যাচের পরেই জানা গেল আসল তথ্য। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, গাপ্টিন নিয়ম ভেঙে সরাসরি থ্রো-য়ে আউট করে দেন মাহিকে। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
কীভাবে? আইসিসি-র নিয়ম বলছে, তৃতীয় পাওয়ার প্লে-তে নির্দিষ্ট পাঁচজন ফিল্ডারই ৩০ গজের বৃত্তের বাইরে ফিল্ড করতে পারেন। কিন্তু ধোনি রান আউটের সময় স্পষ্ট দেখা গিয়েছে, বৃত্তের বাইরে পাঁচ নয়, নিউজিল্যান্ডের ছয় ফিল্ডার ছিলেন।
আরও পড়ুন ফের শাহেনশা ধোনি, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই শীর্ষে মাহি
ধোনি-র আউটই শেষমেষ ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আউট হওয়ার সময় ভারতের সামনে জয়ের সমীকরণ ছিল সহজই। অন্তত, টি টোয়েন্টির যুগে। ১০ বলে প্রয়োজন ছিল ২৫ রান! যদিও সেই সময় রবীন্দ্র জাদেজা আউট হয়ে গিয়েছিলেন। তবে ধোনি সেই সময় ক্রিজে সেট করে গিয়েছেন। কত ম্যাচ অবলীলায় ফিনিশ করে দিয়ে এসেছেন তিনি। কিন্তু কেরিয়ারের সায়াহ্নে এসে আর পারলেন না।
নিজে স্ট্রাইকিং পজিশনে থাকার জন্য স্ক্যোয়ার লেগে বল ঠেলে ২ রান নেওয়ার জন্য দৌঁড়ছিলেন। তবে শেষরক্ষা হয়নি। অবিশ্বাস্য থ্রো-য়ে উইকেট ভেঙে দেন গাপ্টিল। তারপরেই হতাশার ঢেউ একশো কুড়ি কোটির দেশে। ঘটনা হল, সেই সময় ভারতের হাতে কোনও রিভিউ বেঁচেও ঠিল না। তবে গোটা ঘটনায় আইসিসি এবং ম্যাচ আধিকারিকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেওয়া হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ ম্য়াচে এত বড় ভুল ম্যাচ আধিকারিকদের নজর এড়িয়ে গেল কীভাবে, প্রশ্ন উঠে গিয়েছে।