সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বুমরা এবং চাহাল ম্যাচের নায়ক হলেও, ধোনিও জয়ে অবদান রেখেছেন। ভারতের ব্যাটিংয়ের থরহরিকম্পমান অবস্থায় রোহিত শর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ মুহূর্তে ধোনি জুটি বেঁধেছিলেন। ৭৪ রানের জুটিতেই ২২৮ রান তাড়া করতে নেমে কেল্লাফতে। আর ভারতের প্রথম ম্যাচের জয়ের সেলিব্রেশন যখন চলছে ইংল্যান্ডে, তখনই ধোনির শিরোনামে অন্য কারণে।
ধোনি ভারতীয় সেনাবাহিনীর স্মরণে বেনজির কীর্তি গড়লেন। যা নিয়ে ম্যাচের পরেও আলোচনা থামার কোনও ইঙ্গিত নেই। আসলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ধোনি নিজের গ্লাভসে আধাসেনার প্রতীক লাগিয়ে মাঠে নামলেন। গ্লাভসে সেনার প্রতীক লাগিয়ে দেশের জওয়ানদের প্রতি এমন শ্রদ্ধার্ঘ্যকে কুর্নিশ করছে গোটা বিশ্ব।
ধোনির নাম জড়াল আইসিস জঙ্গিদের সঙ্গে, দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরেই চাঞ্চল্য
ভারতীয় আধা সেনা তিন কোনা এক বিশেষ ধরনের ছুড়ির ছবি প্রতীক হিসেবে ব্যবহার করে। এর প্রতীকী নাম 'বলিদান'। সেই বলিদান-গ্লাভসই এবার বিশ্বকাপে। সৌজন্যে মাহি। বুধবারে ম্যাচ চলাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ফেলুকাওয়ে-কে স্ট্যাম্পিং করার সময়ে ঘটনাটি নজরে আসে ভক্তদের।
ধোনির সঙ্গে দেশের জওয়ানদের ঘনিষ্ঠতা অবশ্য এবারেই প্রথম নয়। ২০১১ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার বছরে ধোনিকে আধা সামরিক বাহিনীর সাম্মানিক লেফটন্যান্ট কর্নেল পদ প্রদান করা হয়। মাঝে তিনি সেনাবাহিনীর প্রশিক্ষণও নিয়েছিলেন। বলা হয়, সেই সময় ধোনি পাঁচবার প্যারাশ্যুট জাম্পিং করেছিলেন। এছাড়া বারেবারেই ধোনি সেনাবাহিনীর প্রতি তাঁর ভালবাসা, সম্মানের কথা জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে। পুলওয়ামায় জঙ্গি হামলার পরে সেনাবাহিনীকে সম্মান জানাতে ভারতীয় দল সেনাবাহিনীর টুপি পড়েও মাঠে নেমেছিল। সেই ঘটনাও ধোনির মস্তিষ্কপ্রসূত বলে জানা গিয়েছে।
তবে বিশ্বকাপের মঞ্চে ধোনি যা করলেন, তা কার্যত বিরল।