Advertisment

বিশ্বকাপে পাকিস্তানির পায়ে বাংলাদেশের জাতীয় পতাকা, পদ্মাপাড়ে বিক্ষোভ তুঙ্গে

ICC Cricket World Cup 2019: পাকিস্তানের ক্রীড়া দুনিয়ার পরিচিত মুখ জয়নাব আব্বাস। পিএসএল-এ উপস্থাপিকার ভূমিকা দেখা যায় তাঁকে। সেই জয়নাব আব্বাসকে নিয়েই বিতর্ক তুঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistani journalist Zainab Abbas

এই বুট নিয়েই বিতর্ক (টুইটার)

বিশ্বকাপে ফের একবার বাংলাদেশ বনাম পাকিস্তান! বাইশ গজে মহারণ শুরু হতে এখনও মাস খানেক! তবে তার আগেই শুরু হয়ে গেল দ্বৈরথ মাঠের বাইরে। পাকিস্তানি সাংবাদিক নাকি নিজের জুতোয় বাংলাদেশের পতাকা ব্যবহার করেছেন। এমন অভিযোগেই উত্তাল সোশ্যাল মিডিয়া। পাক সাংবাদিককে বিশ্বকাপ থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেন বাংলাদেশি সমর্থকরা।

Advertisment

আইসিসি-র টুইটার অ্যাকাউন্ট থেকে শুক্রবার সকালে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, জনপ্রিয় পাকিস্তানি উপস্থাপিকা জয়নাব আব্বাস সাক্ষাৎকার নিচ্ছেন পাকিস্তানের জাতীয় দলের কোচ মিকি আর্থারের। বিপত্তি সেখানে নয়। যত কাণ্ড বাঁধিয়েছে জয়নাব আব্বাসের কেডস। দেখা যাচ্ছে, তিনি যে 'স্পোর্টস শু' পরে রয়েছেন, তাতে বাংলাদেশের জাতীয় পতাকা। অন্তত, বাংলাদেশি সমর্থকদের দাবি এমনটাই। এতেই ক্ষুব্ধ বাংলাদেশের সমর্থকরা সঞ্চালিকার অপসারণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: নেইমার কি ধর্ষণ করেছিলেন? বিস্ফোরক ভিডিও ফাঁস করলেন তরুণী

পাকিস্তানের ক্রীড়া দুনিয়ার পরিচিত মুখ জয়নাব আব্বাস। পাকিস্তানের সুপার লিগ (পিএসএল)-এ উপস্থাপিকার ভূমিকা দেখা যায় তাঁকে। জনপ্রিয় স্পোর্টস চ্যানেল ইএসপিএন কিংবা টেন স্পোর্টসেও তিনি অনেক শো হোস্ট করেছেন। পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম 'দ্য ডন'-এ প্রায়ই নিজস্ব কলাম লেখেন তিনি। সেই জয়নাব আব্বাসকে নিয়েই বিতর্ক তুঙ্গে।



তাঁর জুতোয় তিনি কি সত্যিই বাংলাদেশি পতাকা লাগিয়েছেন, সেই বিষয়ে তিনি এখনও মুখ খোলেন নি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকের বক্তব্য, একজন দায়িত্বশীল স্পোর্টস অ্যাঙ্কর হিসেবে তিনি মোটেই এমন কাজ করবেন না। উনি আসলে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড গুচ্চি-র সামগ্রী ব্যবহার করেন। আর গুচ্চি-র পোশাক, বেল্ট, জুতো ইত্যাদিতে যে 'লোগো', তাতে দুপাশে সবুজ, মাঝে লাল রং ব্যবহার করা হয়। সেই চিহ্নই বাংলাদেশিদের কাছে ভুল বার্তা নিয়ে হাজির হয়েছে।

অবশ্য এর পালটা যুক্তিও রয়েছে। অনেকেই আবার বলছেন, গুচ্চি ব্র্যান্ডের চিহ্নটি তিনটি সরলরেখার মতো। যেখানে মাঝখানের রেখাটি লাল এবং বাকি দুটি সবুজ। তবে জয়নাবের জুতোর লাল অংশ বৃত্তের মতো। যার সঙ্গে সাদৃশ্য রয়েছে বাংলাদেশের পতাকার। সব মিলিয়ে যুক্তি, পালটা যুক্তিতে উত্তাল সোশ্যাল মিডিয়া।

pakistan Bangladesh ICC Cricket World Cup
Advertisment