Advertisment

ম্যাচ শুরুর আগেই খারাপ খবর, বৃষ্টিতে ধুয়ে যাওয়ার মুখে ভারতের ম্যাচ

ICC Cricket World Cup: তাপমাত্রাও ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। পূর্বাভাষও ক্রিকেট সমর্থকদের কাছে হৃদকম্প হয়ে উপস্থিত। বলা হচ্ছে, ম্যাচের সময়ে ভাল মতোই বৃষ্টির সম্ভবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
team-india-rain_759

ভারতের ম্যাচ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে (টুইটার)

ভারত বনাম নিউজিল্যান্ড! অপরাজেয় দুই প্রতিদ্বন্দ্বীই এবার নটিংহ্যামে মুখোমুখি বৃহস্পতিবারের ম্যাচে। সেই ম্যাচ অবশ্য ভেস্তে যাওয়ার মুখে। আবহাওয়া বেশ কয়েকদিনই ইংল্যান্ডে খেলার পথে অন্তরায়। এর আগে দুই ম্যাচ ভেস্তে গিয়েছে। বৃহস্পতিবারের ম্যাচেও ভিলেন হতে পারে বৃষ্টি। সর্বশেষ আবহাওয়ার আপডেট অনুযায়ী, নটিংহ্যামে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই। আবহাওয়া মেঘাচ্ছন্ন। অন্ধকার ঘিরে ধরেছে নটিংহ্যামে।

Advertisment

তাপমাত্রাও ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। পূর্বাভাষও ক্রিকেট সমর্থকদের কাছে হৃদকম্প হয়ে উপস্থিত। বলা হচ্ছে, ম্যাচের সময়ে ভাল মতোই বৃষ্টির সম্ভবনা রয়েছে। বিশেষ করে, বিকেলের দিকে ঝোড়ো বৃষ্টির সম্ভবনা রয়েছে। বুধবার মহারণে নামার আগেও অনুশীলনে বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। তার মধ্যেই সময় করে ঘণ্টাখানেক চূড়ান্ত প্রস্তুতি সেরেছে দুই দল।

সৌরভকে ছুঁয়ে ফেলার মুখে কোহলি, কিউয়িদের বিরুদ্ধে দুর্ধর্ষ রেকর্ডের সামনে মহাতারকা

ভারত ও নিউজিল্যান্ড দুই দলই চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত। কোহলিরা যেমন হেলায় হারিয়েছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে। তেমনই নিউজিল্যান্ড পরপর হারিয়েছে তিন এশীয় দলকে- শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানকে। অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা দুই দলের সামনেই অপরাজিত থাকার চ্যালেঞ্জ নটিংহ্যামশায়ারে। যদিও ভাগ্যদেবতা তাঁদের সেই সুযোগ দেবে কিনা, সন্দেহ।

একটি পজিশন বাদে অস্ট্রেলিয়া ম্যাচের একাদশই কার্যত অপরিবর্তিত থাকার সম্ভবনা। ভারতের দেখার বিষয় দুটো। এক, শিখর ধাওয়ানের পরিবর্তে টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে কাকে পাঠানো হয়। লোকেশ রাহুলকে ওপেন করানো হলে, চার নম্বরে কোহলির আস্থা কার উপরে।

দুই, কুলদীপ যাদবের ফর্ম। মিডল ওভারে কুলদীপ রান আটকে দিলেও উইকেট তুলতে ব্যর্থ হচ্ছেন। এই বিষয় সামান্য হলেও চিন্তায় রেখেছো কোহলিকে।

নিউজিল্যান্ড প্রবল প্রতাপশালী ভারতকে হারাতে অবশ্য বেশ আশাবাদী। কিউয়ি পেসার লকি ফার্গুসন জানিয়েছেন, "বৃষ্টিতে ম্যাচ ভেস্তে না গেলে ভারতের বিরুদ্ধে ২ পয়েন্ট পাওয়ার বিষয়ে আমরা বেশ আত্মবিশ্বাসী।"

যাইহোক, নিউজিল্যান্ড ম্যাচ জিতে পাকিস্তান ম্যাচের আগে কোহলিরা আত্মবিশ্বাস বাড়াতে প্রস্তুত। তবে বৃষ্টি টিম কোহলিকে সেই সুযোগ দেবে কিনা, সন্দেহ।

weather Weather Report ICC Cricket World Cup
Advertisment