বিশ্বকাপে খেলতে নামার আগেই এবার চুরি হয়ে গেল কোহলির ব্য়াট! জানিয়ে দিলেন স্বয়ং রশিদ খান। অবশ্য বিরাট কোহলির বর্তমান ব্য়াট নয়। রশিদ খানকে আইপিএলে খেলার সময়ে কোহলি একটি ব্যাট উপহার দিয়েছিলেন। সেই ব্যাট-ই কীনা বেপাত্তা হয়ে গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তান খেলতে নামছে শনিবারের সন্ধেতে। তার আগেই সেই বিষয় ফাঁস করলেন আফগান স্পিন-তারকা।
আসলে রশিদ খানের শখ রয়েছে তারকা ক্রিকেটারদের ব্যাট সংগ্রহ করা। বিভিন্ন লিগে খেলতে যাওয়ার সূত্রে রশিদ খানের সংগ্রহশালায় রয়েছে বিখ্যাত সমস্ত ক্রিকেটারদের ব্যাট। সেই ব্য়াট দিয়েই খেলতে নামেন রশিদ। মূলত স্পিনার হলেও রশিদের ব্যাটের হাত-ও যথেষ্ট ভাল! আইসিসি-র শীর্ষস্থানীয় অলরাউন্ডার তিনি। সেই সূত্রেই তাঁর ব্য়াটের সংগ্রহশালা।
আরও পড়ুন
তবে রশিদের সংগ্রহশালার সবথেকে স্পেশ্যাল ব্য়াটটাই তাঁর কাছছাড়া! রশিদ জানাচ্ছেন, আইপিএলে কোহলির কাছ থেকে পাওয়া ব্যাট নিয়েই তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেমেছিলেন। আফগানিস্তান সেই ম্যাচে হেরে যায়। তবে রশিদ খানের জোড়া ছক্কা মন জিতে নেয় সতীর্থ আসগর আফগানের। রশিদ নিজে বলছিলেন, "আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময়ে একটি বাউন্ডারি হাকাতে গিয়ে একটা শট ছক্কা হয়ে যায়। ভাবলাম কী হল, ওটা ছক্কা হয়ে গেল! মিড অফের ওপর দিয়ে আরেকটি চার মারার চেষ্টা করলাম, সেটাও ছক্কা! বুঝলাম, এটা সাধারণ ব্যাট না। মনে হচ্ছিল, মারলেই ছক্কা হবে। ব্যাটটাতে স্পেশ্যাল কিছু রয়েছে!"
বিরাট কোহলি সঙ্গে রশিদ খান (টুইটার)
তবে কাহিনী এখানেই শেষ নয়, ড্রেসিংরুমে ফেরার পরে স্পেশ্যাল ব্যাটের জন্য আবদার করেন আসগর। সতীর্থকে না বলতে পারেননি তারকা স্পিনার। তাঁর চোখের সামনেই সেই ব্যাট নিজের কিট-ব্যাটে গুছিয়ে নেন আসগর।
তবে ব্য়াট বেহাত হয়ে গেলেও তা ফেরত পাওয়ার আশাও রয়েছে তাঁর। রশিদই বলছেন, "ওই ব্যাট দিয়ে যেন আসগর ভাল না খেলতে পারে। তাহলেই ব্যাট ফিরে আসবে।"