গ্লাভস বিতর্ক এখনও শেষ হয়নি। গোটা দেশে ধোনির সমর্থনে ঢেউ নেমেছে। রাজনীতি থেকে ক্রীড়া মহল প্রত্যেকেই গ্লাভসে ‘বলিদান’ রাখার পক্ষেই সওয়াল করছেন। আইসিসি নিষেধাজ্ঞা জারি করলেও বিসিসিআই-ও প্রস্তুতি নিচ্ছে মাঠের বাইরের যুদ্ধে জেতার জন্য়। এর মধ্যেই ফের একবার বিতর্ক আমদানি করলেন ধোনি। স্ত্রী-র কারণে ফের একবার সমস্যায় তিনি। আসলে বিশ্বকাপের আগে বোর্ডের লিখিত নির্দেশ ছিল, টুর্নামেন্টের প্রথম ২০ দিন স্ত্রী কিংবা বান্ধবীকে বিশ্বকাপে আমন্ত্রণ জানাতে পারবেন না। সেই নির্দেশই নাকি ভেঙেছেন ধোনি।
আরও পড়ুন
প্রেমিকার সামনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, বিশ্বকাপের মাঝেই খারাপ খবর
বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ কোহলির, অভিযোগের পরেই মিলল ‘শাস্তি’
ধোনিকে নিয়ে যুদ্ধে এবার আইসিসি বনাম বিসিসিআই, তোলপাড় বিশ্বকাপের মাঝেই
কীভাবে? আসলে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। সাউদাম্পটনের গ্যালারিতে টিম ইন্ডিয়াকে চিয়ার করার ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন স্বয়ং সাক্ষী। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, সাক্ষীর সঙ্গে রয়েছেন তাঁর কন্যা জিভা ধোনি-ও।
View this post on Instagram
এমন ঘটনা প্রকাশ্যে আসায় যারপরনাই বিব্রত স্বয়ং ধোনি। দলীয় নির্দেশ উপেক্ষা করায় ধোনির বিরুদ্ধে বোর্ড আদৌ কোনও ব্যবস্থা নেয় কিনা, সেটাই আপাতত দেখার।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধোনি ব্যাট হাতে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তারপরেই মিশন অস্ট্রেলিয়া। অজি-ম্যাচে নামার আগেই জোড়া সমস্যায় বিদ্ধ মহাতারকা ক্রিকেটার।