বৃষ্টির সম্ভবনা রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচে। মেগা-ম্যাচ বাতিল হয়ে গেলে দুই দেশের সমর্থকরা তো হতাশ হবেন-ই। পাশাপাশি বিশাল আর্থিক ক্ষতির সামনে পড়বে সম্প্রচারকারী স্টার স্পোর্টস সংস্থা। আবহাওয়ার পূর্বাভাসেই বলা হচ্ছে, বৃষ্টির সম্ভবনা রয়েছে, ভাল মাত্রায়। ম্য়াচ শুরুর সময়ে হালকা বৃষ্টি হতে পারে। ভারি বর্ষণের কথা বলা নেই। তবে আগের প্রতিটি ভেস্তে যাওয়া ম্যাচে বৃষ্টি থেমে গেলেও ভিজে আউটফিল্ডের কারণে ম্যাচ বাতিল করতে হয়েছে।
জাতীয় স্তরের এক প্রচারমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত-পাক ম্যাচ বাতিল হলে ১৫০ কোটি টাকার ক্ষতির মোকাবিলা করতে হবে স্টার স্পোর্টসকে। ইতিমধ্যেই বিশ্বকাপে বৃষ্টির জেরে পণ্ড হয়েছে চারটে ম্যাচ। আগের ম্যাচে ভারত-নিউজিল্যান্ডের মারকাটারি ম্যাচেও বল গড়ায়নি। রবিবারেও ম্যাঞ্চেস্টারের আকাশে কালো মেঘের ঘনঘটা। সবমিলিয়ে ম্যাচ শুরুর আগেই ক্রিকেট বিশ্বে আশঙ্কার চোরাস্রোত বইছে।
আরও পড়ুন
জানা গিয়েছে, আগের ম্য়াচগুলির বাতিলের কারণে ইতিমধ্যেই ক্ষতির পরিমাণ হয়েছে ১৮০ কোটি টাকা। মেগা ম্যাচে বিজ্ঞাপনের জন্য লক্ষ লক্ষ টাকায় স্লট ভাড়া দেওয়া হয়েছিল। প্রতি সেকেন্ডের জন্য বিজ্ঞাপনদাতাদের গুনতে হয়েছে ২.৫ লক্ষ টাকা। প্রতিটি স্লটই বিক্রি হয়ে গিয়েছে। ম্যাচ বাতিল হলে বিজ্ঞাপন খাত থেকেই লোকসানের কবলে পড়বে সম্প্রচারকারী সংস্থাটি।
মহারণ ঘিরে ক্রিকেট বিশ্ব উত্তেজনায় আক্রান্ত। ক্রিকেট-জ্বরে ভুগছেন প্রত্যেকেই। একদিকে, কোহলিদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির বদলা নেওয়ার সুযোগ। অন্যদিকে, পাকিস্তানের সামনে বিশ্বকাপে ভারতকে থামানোর চ্যালেঞ্জ। এত সবকিছুর মাঝেই ক্ষতির আশঙ্কা করছে স্টার স্পোর্টস।