Advertisment

স্মিথকে বাঁচালেন কোহলি, সরাসরি ক্ষমাও চাইলেন! কুর্নিশ করল ক্রিকেট বিশ্ব

ICC Cricket World Cup 2019: ক্রিজে ছিলেন কোহলি। অন্যপ্রান্তে ধাওয়ান। ভারত তখন রীতিমতো ম্যাচে জাকিয়ে বসেছে। সেই সময়েই কোহলি স্মিথের বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসেন।

author-image
IE Bangla Web Desk
New Update
virat kohli and steve smith

কোহলি ও স্টিভ স্মিথ (টুইটার)

বিরাট কোহলি মানেই আগ্রাসন আর ব্যাটিং ঔদ্ধত্যের সাক্ষাৎ প্রতিমূর্তি। বোলারদের শাসক। তবে ওভালের কোহলি ধরা দিলেন অন্য মেজাজে। বেনজির দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিপক্ষের তারকার জন্য। যা আদায় করে নিচ্ছে ক্রিকেট বিশ্বের কুর্নিশ।

Advertisment

এখানেই শেষ নয়; নিজ দেশের সমর্থকদের এমন কাণ্ডে স্মিথের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার কথা জানিয়েছেন কোহলি। ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। রবিবার কেনিংটল ওভালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেখানে যথারীতি বুয়িং-য়ের শিকার তিনি! ভারত যখন প্রথমে ব্যাটিং করতে নামে, তখনই সাইডলাইনের ধারে ফিল্ডিং করছিলেন স্মিথ। সেই সময়েই গ্যালারি থেকে স্মিথকে 'চিটার' 'চিটার' শুনতে হচ্ছিল।

আরও পড়ুন প্রেমিকার সামনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, বিশ্বকাপের মাঝেই খারাপ খবর

ক্রিজে ছিলেন কোহলি। অন্যপ্রান্তে ধাওয়ান। ভারত তখন রীতিমতো ম্যাচে জাকিয়ে বসেছে। সেই সময়েই কোহলি স্মিথের বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসেন। সাইডলাইনের ধারে গিয়ে তিনি ভারতীয় দর্শকদের এমন আচরণের তীব্র নিন্দা করেন। প্রতিপক্ষ দলের তারকার হেনস্থায় তিনি যে রীতিমতো অসন্তুষ্ট, তা বুঝিয়ে দেন। দেশজ উগ্র সমর্থকদের তিনি বরং স্মিথকে চিয়ার আপ করতে বলেন।


পুরো বিষয়টি কিন্তু মাঠেই শেষ হয়ে যায়নি। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে স্মিথ জানিয়ে দেন, "যা হয়েছিল, সেটা অতীতের ঘটনা। ওরা এখন প্রত্যাবর্তন করেছে। নিজেদের সেরাটা খেলারও চেষ্টা করছে। কাউকে হেয় করাটা মোটেই ঠিক নয়।" পাশাপাশি স্মিথের কাছে সাংবাদিক সম্মেলনেই তিনি ক্ষমা চেয়ে নেন। বলেন, "ভারতীয় সমর্থকরা কোনও খারাপ দৃষ্টান্ত স্থাপন করুন, এটা চাই না। ওকে হেনস্থা করার মতো এমন কিছুই করেনি ও। ব্য়ক্তিগতভাবে বিষয়টিতে আমি আহত হয়েছি। এমন ঘটনা আমার সঙ্গে ঘটলে সেটা আরও খারাপ লাগবে। সমর্থকদের পক্ষ থেকে আমি স্মিথের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।"

Virat Kohli Steve Smith Cricket Australia Cricket World Cup
Advertisment