/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/virat-kohli_759.jpg)
বিরাট কোহলির এই ছবি ঘিরেই বিতর্ক (টুইটার)
বিরাট কোহলি কে তো 'কিং' কোহলি নামে বিশ্ব অনেক দিনই চেনে। তবে বিশ্বকাপের মাঝেই বিরাটকে কিং বলে দেওয়ায় চটেছেন অন্য ক্রিকেট খেলিয়ে দেশের সমর্থকরা। অন্য কেউ নয়। কোহলিকে রাজা বলে দিয়েছে স্বয়ং আইসিসি-ই। বুধবার আইসিসি-র তরফে তাদের টুইটার হ্যান্ডলে একটি ছবি শেয়ার করা হয়। সেখানেই বিরাট কোহলির একটি স্কেচ পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় অধিনায়ক একটি মুকুট পরে সিংহাসনে বসে রয়েছেন। তাঁর হাতে ধরা ব্যাট। অন্য হাতে বল। পোশাকেও রাজকীয়তা স্পষ্ট। আইসিসি-র এমন পোস্টে ভারতীয় সমর্থকরা মহাখুশি হলেও, অন্যান্যরা রীতিমতো ক্ষিপ্ত।
আরও পড়ুন গোপনে নারী-সঙ্গ রবি শাস্ত্রীর, অভিযান শুরুর দিনেই বিতর্ক তুঙ্গে
ঘটনাচক্রে, বুধবারেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুর্নামেন্টে অভিযান শুরু করেছে ভারত। দক্ষিণ আফ্রিকার সামান্য টার্গেট তাড়া করতে নেমে ব্য়াট হাতেও সফল হননি কোহলি। মাত্র ১৮ রানে আউট হয়ে গিয়েছেন তিনি। আর সেদিনই নয়া বিতর্ক আইসিসি-র পোস্ট ঘিরে। ক্ষিপ্ত ক্রিকেট মহলের একাংশের বক্তব্য, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট চলছে। কে সেরা, তা ফাইনালের পরেই বোঝা যাবে। তবে তাঁর আগেই আইসিসি একতরফাভাবে টুর্নামেন্টের মাঝপথে কোহলিকে রাজমুকুট পরিয়ে দিলে, নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠে যায়।
????#TeamIndia#CWC19pic.twitter.com/cGY12LaV3H
— ICC (@ICC) June 5, 2019
kindly be mature dnt be biased... India is not the only country who participated in CWC...
— Qadir Khawaja (@iamqadirkhawaja) June 5, 2019
BCCI ownes ICC clearly....
— Captain America ???????? (@Resan_007) June 5, 2019
প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয় বিশ্বকাপে অংশ নিচ্ছেন বিরাট কোহলি। প্রথমবার বিশ্বকাপ আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের শিরোপা পড়ার চ্যালেঞ্জ। তর্কাতীতভাবে কোহলিই বর্তমান ক্রিকেট বিশ্বের একচ্ছত্র অধিপতি। টুর্নামেন্টেই জোড়া ব্যক্তিগত মাইলস্টোনের সামনে তিনি। আন্তর্জাতিক ম্যাচে ১১ হাজার রানের মালিক যেমন তিনি। তেমনই অনেকেরই বক্তব্য, তাঁর ৪১টি শতরানকে আরও বাড়িয়ে নেবেন তিনি টুর্নামেন্টের শেষে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us