এতদিন ধোনির প্রতি সমালোচনার বন্যা ধেয়ে আসছিল সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ধোনির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার একাংশে দাবি উঠেছে সরে যাওয়ার। এবার সরাসরি ভারতের হারের জন্য দায়ী করা মাহিকে। দায়ি করলেন স্বয়ং যুবরাজের পিতা যোগরাজ সিংহ। তিনি প্রকাশ্যে ধোনিকেই ভিলেন বলে দিলেন। যা নিয়ে বিশ্বকাপের পরে তোলপাড় ভারতীয় ক্রিকেট।
রবিবার ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এর আগে কোনও দিন বিশ্বকাপের ট্রফি নিতে পারেনি। ১৯৯৬ সালে শেষবার নতুন বিশ্বকাপ চ্যাম্পিয়ন পেয়েছিল ক্রিকেট দুনিয়া। সেবার শ্রীলঙ্কা ট্রফি জিতেছিল। তারপরে ২৩ বছর পরে ফের একবার নতুন শিরোপার সন্ধিক্ষণ। এমন সময়েই যোগরাজ সিংহ-র মুখে রীতিমতো আগুনে সমালোচনা।
ক্ষুব্ধ যোগরাজ এনএনআইএস মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন, "একটা ছেলে (রবীন্দ্র জাদেজা) ক্রিজে এসেই নির্ভয়ে শট খেলতে শুরু করল। অন্য প্রান্তে আপনি ব্য়াটিং করছিলেন। ৭৭ রানে যখন ও ব্যাটিং করছিল, তখনও আপনি ওকে আক্রমণাত্মক খেলার কথা বললেন। তার আগে হার্দিক পাণ্ডিয়াকেও আপনি স্পিনারদের বিপক্ষে চালিয়ে খেলার কথা বললেন।"
আরও পড়ুন অভিমানে টিম ইন্ডিয়াকে ‘না’ ধোনির! অবসর কি শীঘ্রই
আউট হয়ে কেঁদে ভাসালেন ধোনি! হৃদয় ভাঙল একশো কোটির, রইল ভিডিও
এখানেই না থেমে যোগরাজ আরও বললেন, "শ্রীযুক্ত মহেন্দ্র সিং ধোনি আপনি এতদিন ক্রিকেট খেলছেন। আপনি জানেন না, কখন, কীভাবে খেলতে হবে। যুবরাজ কী কোনওদিন কোনও ক্রিকেটারদের আক্রমণাত্মক খেলার কথা বলেছে?"
৭ নম্বরে যখন মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করতে এসেছিলেন, সেই সময় ভারতীয় দল ৭২ রানে ৫ উইকেট হারিয়ে ধুকছিল। এরপরে দলগত ৯২ রানে হার্দিক পাণ্ডিয়াও প্যাভিলিয়নে ফিরে যায়। তারপরেই জাদেজা-ধোনির সেই ১১৬ রানের কামব্যাক পার্টনারশিপ। এই জুটিতে ভর করেই টিম ইন্ডিয়া জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারপরেই যদিও ছন্দপতন। জাদেজা রানের গতি বাড়াতে গিয়ে আউট হয়ে যান। অন্যদিকে ধোনি ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ধোনির গুরুত্বপূর্ণ ৫০ রানও তফাত গড়ে দিতে পারেনি।
সেই জন্যই যোগরাজ বলেছেন, "আপনি হাফভলি পেলে ছক্কা মারতেন। কিন্তু আসল সময়ে কী হল। আপনি কি চিন্তিত ছিলেন? আপনার আউট হয়ে যাওয়া উচিত ছিল। আপনি ক্রিজে টিকে থাকায় কী এমন পার্থক্য এল ফলাফলে?"
এমনিতে এর আগে একাধিকবার ধোনির সমালোচনায় মুখ খুলেছেন মিডিয়ায়। যুবরাজের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার জন্য ধোনিকে দায়ী করেছিলেন তিনি আগে। এবার তাঁর নিশানায় ফের মাহি। বিশ্বকাপ হারের জন্যই এবার তিনি গিলোটিনে চড়াতে চাইছেন চিরশত্রু ধোনি-কে।