Advertisment

বুমরা তো বাচ্চা বোলার-ই! ভারতীয় পেস সুপারস্টারকে ফের বিস্ফোরক অপমান রাজ্জাকের

বুমরাকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য রাজ্জাকের

author-image
IE Bangla Sports Desk
New Update
bumrah-razzaq

বুমরাকে নিয়ে বড় মন্তব্য রাজ্জাকের (টুইটার)

বিশ্ব ক্রিকেটে পেস সেনসেশন জসপ্রীত বুমরা। নতুন বল হোক পুরোনো বলে ডেথ ওভারে বোলিং বা মাঝের ওভারে ব্রেক থ্রু দেওয়া- বুমরা যে কোনও অধিনায়কের কাছেই স্বপ্নের অস্ত্র। দুই দিকেই সুইং, সিম মুভমেন্ট, রিভার্স সুইং, কাটার- বুমরার ভাঁড়ারে অস্ত্রের অভাব নেই। যে কোনও ব্যাটসম্যানের কাছেই মূর্তিমান ত্রাস তিনি।

Advertisment

ভারতের ব্যাটিং সহায়ক পিচেও বুমরাকে সামলাতে হিমশিম খাচ্ছেন বিপক্ষের বোলাররা। ইংল্যান্ড ম্যাচে শামির সঙ্গে পার্টনারশিপে ইংল্যান্ড ব্যাটিংকে তাসের ঘরের মত ভেঙে দিয়েছিলেন।

বল হাতে বুমরার বিক্রম দেখে স্বয়ং ওয়াসিম আক্রমও বলে দিয়েছেন, ভারতীয় তারকাই এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। স্বদেশীয় শাহিন আফ্রিদির সঙ্গে কোনও তুলনাতেই যেতে রাজি নন পাক কিংবদন্তি। একধাপ এগিয়ে তিনি আরও বলে দিয়েছেন, নতুন বলে বুমরার মত বল নিয়ন্ত্রণের ক্ষমতা তাঁরও ছিল না।

বুমরার শ্রেষ্ঠত্বে যেখানে সিলমোহর ফেলে দিয়েছেন পাক লিজেন্ড, তখনই পাক মুলুক থেকে ভেসে এল বিতর্কিত মন্তব্য। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক ফের একবার বুমরাকে 'বাচ্চা বোলার' বলে দিলেন। ২০১৯-এ রাজ্জাক ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে দিয়েছিলেন, "গ্লেন ম্যাকগ্রাথ, ওয়াসিম আক্রমের মত কিংবদন্তিদের পক্ষে-বিপক্ষে খেলেছি। বুমরা তো আমার কাছে বাচ্চা বোলার। সুযোগ পেলে ওঁর বলে রীতিমত শাসন করেই খেলতাম।"

পুরোনো সেই মন্তব্যের প্রেক্ষিতেই ফের একবার রাজ্জাককে জিজ্ঞাসা করা হয়, বুমরার প্রতি তাঁর মুল্যায়ন এখনও আগের মতই রয়েছে কিনা! ইউটিউব চ্যানেল 'হাসনা মানা হ্যায়'-এ রাজ্জাক নিজের বক্তব্যকেই সমর্থন করেছেন। বলে দিয়েছেন, "আমি যা বলেছিলাম তাতে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জসপ্রীত বুমরা, গ্লেন ম্যাকগ্রাথ এবং ওয়াসিম আক্রমকে আমি কীভাবে দেখি। বুমরা তো আক্রম-ম্যাকগ্রাথের সামনে বাচ্চা-ই। কখনই বলিনি বুমরা ভালো বোলার নয়। তবে ওঁকে আক্রম-ম্যাকগ্রাথের সঙ্গে তুলনা করলে তো বাচ্চা বোলার বলবোই। আমি যখন পাকিস্তান টিমে খেলার সুযোগ পেয়েছিলাম, সেই সময় আমিও আক্রমের সামনে বাচ্চা ছিলাম।"

Indian Team Jasprit Bumrah ICC Cricket World Cup Cricket World Cup pakistan Indian Cricket Team Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment