দল নির্বাচনে নজর ছিল দু'টো! প্রথম, ধোনির ডেপুটি হিসেবে ঋষভ পন্থ নাকি দীনেশ কার্তিক তা ঠিক করা। দ্বিতীয়ত, ব্যাটিং অর্ডারের একমাত্র উইক-লিঙ্ক চার নম্বরে পজিশন ঠিক করা। প্রথম ক্ষেত্রে, তারুণ্য়ের তুলনায় অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে কেকেআর দলনেতাকে নির্বাচন করা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে, আম্বাতি রায়াড়ুকে বাইরে রেখেই দক্ষিণী অলরাউন্ডার বিজয় শঙ্করের উপরে ভরসা রাখা হয়েছে।
নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন, বিজয়শঙ্করের ব্যাট-বল হাতে দক্ষতা এবং ফিল্ডিং ওঁর পক্ষে গিয়েছে। "২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ৪ নম্বর পজিশনে আমরা বেশ কয়েকজনকে সুযোগ দিয়েছিলাম। রায়াড়ুকেও কিছু সুযোগ দেওয়া হয়েছিল। তবে বিজয়শঙ্কর ত্রিমাত্রিক পারফরম্যান্সে এগিয়ে। আমরা ৪ নম্বর পজিশনে ওঁকে ধরেই ভাবছি।" বলছেন তিনি।
চার নম্বর পজিশন নিয়ে ভারতের মাথা ব্যথা বহুদিনের। সেই সমস্যার সমাধান না হওয়ায় একসময় প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন, অধিনায়ক বিরাটকেও চার নম্বরে নামানো হতে পারে। তবে বিশ্বকাপের আগে ব্যাট হাতে বিজয়শঙ্করের ফর্ম স্বস্তি বাড়িয়েছে নির্বাচকদের। প্রসাদ সম্ভবনার স্তরে জানিয়েছেন, বিশ্বকাপে দলের পরিকল্পনায় একাধিক রণকৌশল থাকছে। তার মধ্যে একটি হল, দীনেশ কার্তিক অথবা কেদার যাদবকে চারনম্বরে খেলানো। আবার শুরুর দিকে কেএল রাহুলকেও ব্যাক আপ ওপেনার হিসেবে রাখা হচ্ছে।
বিজয়শঙ্করের বিষয়ে সমস্ত জল্পনা উড়িয়ে নির্বাচক প্রধানের বক্তব্য, "আমাদের স্কোয়াডে দীনেশ কার্তিক, কেদার যাদব থাকছে। এমন নয় যে অম্বাতি রায়াড়ু খারাপ কিছু করেছে। তবে শঙ্করের বিশেষ কিছু বিষয় ওর পক্ষে গিয়েছে। লোকেশ রাহুল রিজার্ভ ওপেনার হিসেবে নির্বাচিত হয়েছে। দলের প্রয়োজনে টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
পরিসংখ্যান বলছে সাম্প্রতিক অতীতে বিজয়শঙ্কর দুরন্ত পারফর্ম করে গিয়েছেন, যেখানে রায়াড়ু মোটেই ধারাবাহিকভাবে ব্যাট হাতে রান তুলতে পারেননি। অস্ট্রেলিয়ায় চলতি বছরের শুরুতে হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে ডাক পেয়েছিলেন দক্ষিণী তারকা। নিদাহাস ট্রফিতে বিশ্রী পারফরম্যান্স করার পরে অস্ট্রেলিয়া সিরিজ কার্যত বিজয়শঙ্করের কাছে ডু অর ডাই পরিস্থিতি ছিল। তবে নির্বাচকদের হতাশ করেননি। তারপর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন তিনি।
বিজয়ের পারফরম্যান্স গ্রাফ যেখানে ঊর্ধ্বমুখী, সেখানেই ক্রমশ চড়চড় করে নেমেছেন রায়াড়ু। তাই ইংল্যান্ডের বিমানে রায়াড়ু নন, থাকছেন বিজয়শঙ্কর।